মেদিনীপুর, 6 নভেম্বর: বিজেপির পার্টি অফিসের মধ্যেই হাতাহাতি ৷ আর তা ঘিরেই চাঞ্চল্য ছড়াল ৷ সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে জেলা সহ-সভাপতিকে চড় মারছেন মণ্ডল সভাপতি । যদিও এ বিষয়ে মুখে কুলুপ বিজেপি মহলে, তবে এ বিষয়ে তৃণমূল তীব্র কটাক্ষ জানিয়েছে (Slap District Vice President at BJP Office)।
জানা গিয়েছে, শনিবার বিকেল ঠিক 4টে নাগাদ মেদিনীপুর শহরের সিপাই বাজারে জেলা বিজেপি পার্টি অফিসের মধ্যেই গড়বেতার মণ্ডল সভাপতি ঠাকুর দাস মিদ্যার সঙ্গে প্রথমে বচসায় জড়ান জেলা বিজেপির সহ-সভাপতি ড.শঙ্কর গুছাইত । এই বচসা থেকেই শুরু হয় হাতাহাতি, পড়ে তা মারধর পর্যন্ত গড়ায় । সন্ধ্যা নাগাদ সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে দেখা যায়, জেলা বিজেপি-র এই নেতাকে বেধড়ক মেরে একপ্রকার কুপোকাত করে দিয়েছেন ওই মণ্ডল সভাপতি । এরপরই, 'রঙ্গমঞ্চে' আবির্ভূত হন অন্য দুই জেলা নেতা ৷ তাঁরাই আটকান দু'জনকে । মারধরের ঘটনা আর বাড়তে দেননি । তবে, নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির একাংশ কর্মী স্পষ্ট জানাচ্ছেন, মারধরের ঘটনায় অর্থাৎ জেলা সহ-সভাপতির উপর মণ্ডল সভাপতির আক্রমণের ঘটনায় ওই দুই জেলা নেতারও মদত বা ইন্ধন থাকতে পারে । কারণ, তাঁরা তিনজনই নাকি বর্তমান জেলা সভাপতি (তাপস মিশ্র)'র গোষ্ঠী । অন্যদিকে, মার খাওয়া জেলা বিজেপি সহ-সভাপতি শঙ্কর গুছাইত প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান রাজ্য সহ-সভাপতি সমিত দাসের গোষ্ঠী । এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল ।