পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Attack: হাতিকে জঙ্গলে ফেরাতে গিয়ে আক্রান্ত বনাধিকারিক, হাসপাতালে আরও দুই বনকর্মী

ট্রাঙ্কুলাইজ করতে গিয়ে বাচ্চা হাতির আক্রমণ (Elephant Attack in Paschim Medinipur)৷ আহত হয়ে হাসপাতালে জেলা বনাধিকারিক ৷

Etv Bharat
হাতির আক্রমণে আহত বনাধিকারিক

By

Published : Mar 28, 2023, 8:22 PM IST

হাতিকে কাবু করতে গিয়ে আহত বনাধিকারিক

মেদিনীপুর, 28 মার্চ:বাচ্চা হাতিকে কাবু করতে গিয়ে এবার আক্রান্ত হলেন খোদ রেঞ্জার অফিসার । তাঁর সঙ্গে আহত হয়েছে আরও দুই বনকর্মী । মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর শহরজুড়ে (District Forest Officer Injured by Elephant Attack)। শেষে বনাধিকারিক এবং তাঁর বিশেষ দল আসরে নামে ৷ হাতিটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে তাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চেষ্টা করছে বনবিভাগ ।

একটি দলছুট বাচ্চা হাতি সোমবার রাত থেকেই মেদিনীপুর গোকুলপুর এলাকায় প্রবেশ করে । খবর পেয়ে রেঞ্জার পাপন মোহান্তি ও বনকর্মীরা মঙ্গলবার সকাল থেকে ওই হাতিটিকে নিজেদের আয়ত্তে এনে জঙ্গলে ফেরানোর কাজ করছিলেন । সেই সময়ই এই হাতিটির পালটা আক্রমণে আহত হন ওই রেঞ্জার-সহ দুই সহকর্মী । তড়িঘড়ি বনাধিকারিককে ভরতি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । অন্যান্য সঙ্গীদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে । আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা ও শহরজুড়ে । যদিও এরপরই বনবিভাগের বিশেষ দল জঙ্গলমহলে নেমে পড়ে হাতিকে কাবু করতে । তারা গোপগড় এলাকার থেকে এই হাতিকে ট্রাঙ্কুলাইজ করে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন ।

যদিও এই বাচ্চা হাতিটি কেন আক্রমণ চালাচ্ছে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে বনাধিকারিকদের মধ্যে । এই বিষয়ে বনাধিকারিক সন্দীপ বেরোয়ালের কথায়, "বাচ্চা হাতিটি তার দল থেকে আলাদা হয়ে পড়ে । তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে আর তার জেরেই সে তাণ্ডব চালাচ্ছে । তার আক্রমণে দুটি গবাদি পশুও আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি । এছাড়া কোনও ক্ষয়ক্ষতির খবর নেই । তবে তাকে উদ্ধার জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং এই ঘটনায় আহত কর্মীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে । জঙ্গলে ফেরানো সম্ভব না-হলে হাতিটিকে উদ্ধার করে অন্যত্র ছাড়ার ব্যবস্থা করা হবে ৷"

আরও পড়ুন :দলছুট দাঁতালের তাণ্ডবে ব্যাপক ক্ষতি চাষবাসে, গজরাজকে জঙ্গলে ফেরাতে তৎপর বনকর্মীরা

ABOUT THE AUTHOR

...view details