খাকুড়দা, 31 জুলাই:রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ও কোটি-কোটি টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল অব্যাহত ৷ এই দুর্নীতির প্রতিবাদে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দাতে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয় বিজেপি'র পক্ষ থেকে ৷ সেখানেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই প্রসঙ্গে সরব হন (Dilip Slams Partha on SSC Recruitment)।
এদিন মিছিল শেষে সাংবাদিকদের সামনে উপস্থিত হন, বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ও কোটি-কোটি টাকা তার নিজের নয়, এই দাবি করার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, "আমাদের ধারণা এত কোটি টাকা একজনের নয়,বহু লোক এর সঙ্গে জড়িত। পার্থ চট্টোপাধ্যায় যত তাড়াতাড়ি নাম বলে ফেলবেন ততই তাঁর পক্ষে মঙ্গল।"