পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুপ্রবেশ রুখতে এরাজ্যে NRC আগে প্রয়োজন : দিলীপ - in West Bengal NRC required first

রাজ্যে NRC-র প্রয়োজন কতটা রয়েছে ? BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, এরাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা, আতঙ্কবাদী কার্যকলাপ সবচেয়ে বেশি ৷ বোমা-বন্দুকের লড়াই চলছে ৷ হিংসা চলছে ৷ তাই এখানে আগে NRC-র প্রয়োজন রয়েছে ৷

দিলীপ ঘোষ

By

Published : Aug 9, 2019, 9:00 AM IST

বেলদা, 9 অগাস্ট : দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সারাদেশে NRC (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজ়েন অফ ইন্ডিয়া ) অর্থাৎ নাগরিকপঞ্জি তালিকা প্রস্তুত করা হবে ৷ রাজ্যে NRC-র প্রয়োজন কতটা রয়েছে? BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে৷ সন্ত্রাসমূলক কার্যকলাপ চলছে৷ অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি ৷ সেকারণে এখানে আগে NRC-র প্রয়োজন ৷

গতকাল পশ্চিম মেদিনীপুরের বেলদায় দলের জনসংযোগ অনুষ্ঠানে যোগ দেন দিলীপবাবু ৷ শোনেন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা ৷ 370 ধারা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তেমন কোনও মন্তব্য করা হয়নি ৷ এবিষয়ে দিলীপবাবু বলেন, "সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও ওরা কোনও মন্তব্য করতে পারেনি ৷ এরকম স্ট্রাইক হতেই থাকবে ৷ আর ওদের বলাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ৷ " তিন তালাক বিল নিয়েও মুখ্যমন্ত্রী তেমন কোনও মন্তব্য করেননি ৷ এবিষয়ে দিলীপবাবু বলেন, "মুখ্যমন্ত্রী এখন নিজের ঘর বাঁচাতে ব্যস্ত ৷ তাঁকে যে প্রেসক্রিপশন করেছেন PK (প্রশান্ত কিশোর) সেটাই তিনি মেনে চলার চেষ্টা করছেন ৷ আজ শুনলাম মণ্ডল প্রেসিডেন্টদের নিয়ে 5 দিনের ট্রেনিং চলছে ৷ এধরনের ট্রেনিং তো আমাদের হয় ৷ ওদের আবার ট্রেনিং কী ? ওদের তো কাটমানির ট্রেনিং ৷ তৃণমূলকে BJP করার চেষ্টা করছে ৷ কাটমানির ধাক্কায় ওদের টলমল অবস্থা ৷ উনি (মমতা ব্যানার্জি) নেতাদের বলছেন বাড়ি বাড়ি যাও ৷ কিন্তু যাবে কোন মুখে ৷ গেলেই তো লোকে ধরবে ৷ তাই যেতেও পারছে না ৷ তৃণমূলের এখন গাছের ফাঁকে লেজ আটকে যাওয়ার মতো অবস্থা ৷"

তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে আরও আক্রমণ করে বলেন, "এই সরকার গণতন্ত্রকে শেষ করেছে ৷ মানুষের অধিকারকে শেষ করেছে ৷ এত ভয় পেয়েছে যে ভাবছে BJP-র কোনও কর্মসূচি হলেই সব পালটে যাবে ৷ তাই আন্দোলন শুরুর আগে লাঠিচার্জ করা হচ্ছে, জলকামান চালানো হচ্ছে ৷ কোনও প্রোগ্রামে গেলেই কেস দিয়ে দিচ্ছে ৷ কারণ এই সরকারের আর কোনও ক্ষমতা নেই ৷ পুলিশ গুন্ডা লাগিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details