কেশিয়াড়ি, 9 নভেম্বর: আগেভাগে এলআইসি করে রাখার নিদান দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ মঙ্গলবার শিক্ষাক্ষেত্রে শাসকদলের দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে বেহাল দশা, অবৈধভাবে সুবর্ণরেখার বালি পাচার ও বিজেপি কর্মীর উপর মিথ্যা মামলার প্রতিবাদে গেরুয়া শিবিরের মিছিল ও প্রতিবাদসভা হয় কেশিয়াড়ির নছিপুরে । মিছিলটি বিষ্ণুনগর থেকে শুরু হয়ে নছিপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় ৷ সেই সভায় প্রধান বক্তা ছিলেন সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ নছিপুর বাসস্ট্যান্ডে বিরোধীদের আক্রমণ করে তাঁর হুঙ্কার, "এবার গাড়ি আটকালে গাড়ি উপর দিয়ে চলে যাবে । মায়ের কোল খালি হয়ে যাবে ৷ এখনই এলআইসি করিয়ে নিন" (Dilip Ghosh threatens in Keshiary opposition Paschim Medinipur) ৷
14 অক্টোবর দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশন, নন্দ মার্কেট-সহ একাধিক জায়গায় হাঁটতে বেরন ৷ সে সময় তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মী-সমর্থকেরা 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন ৷ সে সময় তিনি ক্ষোভের মুখে বলেন "বুকে পা দেব ৷" সেই ঘটনার কথা উল্লেখ করে এদিন তিনি বলেন, "আমি কয়েকদিন আগে মর্নিংওয়াক করতে বেরিয়েছি ৷ আমার পিছনে কয়েকজন লোক ঘেউ ঘেউ করে গোটা রাস্তা স্লোগান দিয়েছে । 'গো ব্যাক', 'গো ব্যাক' করছে ৷ আমি দেখি কে রে সকালবেলা ? জীবনে তো কোনও দিন সকালবেলা ওঠে না ৷ রাতে পার্টি করে ঘুমতে যায় ৷ আমাকে দেখে উঠে পড়েছে ৷ গোটা রাস্তা ঘুরছে ৷ আমিও বললাম, চলো ৷ সারা রাস্তা ঘুরছি ৷ এক ঘণ্টা হাঁটিয়েছি ৷ মেয়েদের অবস্থা খারাপ ৷ তাঁরা আমাকে 'গো ব্যাক' বলছে ৷ আবার আমার সঙ্গে ছবিও তুলছে ৷ বিচিত্র ব্যাপার ৷"
বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, "মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে ৷ আমাকে গো ব্যাক বলছে ! ভাই, এটা আমাদের জায়গা ৷ লোক ভোট দিয়ে জিতিয়েছে ৷ কোথাকার চোরছ্যাঁচড় এসে আমাকে 'গো ব্যাক' বলবে ৷ খুব সাবধান ! কাউকে ছেড়ে কথা বলব না ৷" কেশিয়াড়ি থেকে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন, "তাদেরই কিছু চামচা আজ আসার সময় আমার গাড়ি আটকেছিল ৷ আজ কেশিয়াড়তে তাদের বলে যাচ্ছি, খবরদার কিন্তু আর কোনও দিন বিজেপির গাড়ির সামনে আসবেন না ৷" এর পরিণতি হিসেবে দিলীপ ঘোষ বলেন, "উপর দিয়ে চলে গেলে, বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে । এলআইসি করে আসবেন ।"
আরও পড়ুন: 'গো ব্যাক' স্লোগান শুনে দিলীপ বললেন 'বুকে পা দেব'