খড়গপুর, 13 জানুয়ারি: খড়গপুর এক চা-চক্রে শনিবার যোগ দেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা দিলীপ ঘোষকে দমকলমন্ত্রী সুজিত বোসের ফোন বাজেয়াপ্ত হওয়া নিয়ে প্রশ্ন করেন। দিলীপ বলেন, "দমকল মন্ত্রীর ফোনে তদন্ত করার দরকার হলে ইডি তা বাজেয়াপ্ত করতেই পারে। তাছাড়া ওই মন্ত্রীর আরও একাধিক ফোন রয়েছে। উনি প্রয়োজন হলে সেই সব ফোনের সাহায্যেও কাজ চালাতে পারেন।" এরপরই তাঁর সংযোজন, " শুধু সুজিত কেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর ফোন সার্চ করলেও ইডি অনেক কিছু পাবে ৷"
এরপর লোকসভা ভোটের আগে ইডি, সিবিআই তৎপরতা এবং তদন্তর অগ্রগতি নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলই বলত খেলা হবে, খেলা হবে। খেলা কেমন হবে সেটা বুঝুক এবার।" ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে নীতীশ এবং মমতার গরহাজির নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "ইন্ডিয়া জোটে কাজের কাজ কিছুই হয় না। শুধু নেক্সট কবে বৈঠক হবে সেটা ঠিক হয়। ঠিক যেভাবে শীতকালে সকলে পিকনিক করে, ঠিক এভাবে ওরা পিকনিক করতে আসে।" তবে লোকসভা ভোটের পর সবার 'দোকান বন্ধ' হয়ে যাবে বলেও তিনি দাবি করেন।