পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুধু সুজিত কেন, মমতার ফোনে তদন্ত করলেও অনেক তথ্য পাবে ইডি, দাবি দিলীপের - দিলীপ

Dilip Ghosh: "শুধু দমকল মন্ত্রী সুজিত বসুর নয়, প্রয়োজনে মমতার ফোন সার্চ করলে অনেক কিছু খুঁজে পাবে ইডি ৷" খড়গপুরে চা চক্রে এসে এই ভাষাতেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

তৃণমূল নেতাদের বাড়িতে ইডি হানায় কটাক্ষ দিলীপের
Dilip Ghosh

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 5:27 PM IST

ইডি হানায় কটাক্ষ দিলীপের

খড়গপুর, 13 জানুয়ারি: খড়গপুর এক চা-চক্রে শনিবার যোগ দেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা দিলীপ ঘোষকে দমকলমন্ত্রী সুজিত বোসের ফোন বাজেয়াপ্ত হওয়া নিয়ে প্রশ্ন করেন। দিলীপ বলেন, "দমকল মন্ত্রীর ফোনে তদন্ত করার দরকার হলে ইডি তা বাজেয়াপ্ত করতেই পারে। তাছাড়া ওই মন্ত্রীর আরও একাধিক ফোন রয়েছে। উনি প্রয়োজন হলে সেই সব ফোনের সাহায্যেও কাজ চালাতে পারেন।" এরপরই তাঁর সংযোজন, " শুধু সুজিত কেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর ফোন সার্চ করলেও ইডি অনেক কিছু পাবে ৷"

এরপর লোকসভা ভোটের আগে ইডি, সিবিআই তৎপরতা এবং তদন্তর অগ্রগতি নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলই বলত খেলা হবে, খেলা হবে। খেলা কেমন হবে সেটা বুঝুক এবার।" ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে নীতীশ এবং মমতার গরহাজির নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "ইন্ডিয়া জোটে কাজের কাজ কিছুই হয় না। শুধু নেক্সট কবে বৈঠক হবে সেটা ঠিক হয়। ঠিক যেভাবে শীতকালে সকলে পিকনিক করে, ঠিক এভাবে ওরা পিকনিক করতে আসে।" তবে লোকসভা ভোটের পর সবার 'দোকান বন্ধ' হয়ে যাবে বলেও তিনি দাবি করেন।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতিন চন্দ্রকে চিঠি দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী আগেও অনেক কিছু মানেননি যেমন তিনি জিএসটি মানেননি, জিএসটি হয়ে গিয়েছে। নোটবন্দি মানেননি নোট বন্দি হয়ে গিয়েছে ৷ 370 ধারা মানেননি ওটাও লাগু হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত তিনি রাম মন্দির ও মানেননি, তবে রাম মন্দিরও হয়ে গিয়েছে ৷ এবার ওঁকে 2024 সালে মানুষ মানে কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

  1. রামের নামে যে খুশি হয় না, তার ব্যবস্থা নেবে রামই; মমতার 'গিমিক' মন্তব্যে পালটা দিলীপ
  2. 'পুরনোকে বন্দি করে নতুন রাজা হবে,' দিলীপের তিরে বিদ্ধ মমতা-অভিষেক
  3. মহুয়া বিতর্কে পথসভায় অশালীন শব্দোচ্চারণ দিলীপের; তৃণমূলের পালটা, 'মানুষ জবাব দেবে'

ABOUT THE AUTHOR

...view details