মেদিনীপুর, 15 জুন : মেদিনীপুরে কার্যকারিনি সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে তীব্র ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) ৷ তিনি বলেন, "এই মুখ্যমন্ত্রী যিনি নিজের রাজ্যকে শান্ত করতে পারেন না তিনি রাষ্ট্রপতি হবেন কীভাবে । তাছাড়া তিনি দিল্লিতে দেখা করতে গেলে সবাই পালিয়ে যায় ।"
মেদিনীপুরের ওই কার্যকারিনি সভার আগে তিনি এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া প্রসঙ্গে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি সর্বভারতীয় নেতা । তিনি বলেন, "যিনি রাজ্য চালাতে পারেন না, আজ পাঁচদিন ধরে রাজ্য যে অশান্ত পরিবেশ হয়ে রয়েছে যার ভয়ে তিনি দিল্লি পালিয়ে গিয়েছেন তিনি কীভাবে রাষ্ট্রপতি হবেন । এই মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি, কখনও রাজ্যপাল, কখনও সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চান ৷ তাঁর সব ইচ্ছাই করে কিন্তু গ্রামে একটা প্রবাদ রয়েছে গাঁয়ে মানে না আপনি মোড়ল ঠিক সেরকম অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ।"