পুজোর অনুদান নিয়ে মমতাকে তোপ দিলীপের মেদিনীপুর, 23 অগস্ট:দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকার ক্লাবগুলির অনুদান বাড়িয়ে করেছে 70 হাজার টাকা ৷ বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দান-খয়রাতি করে ভোট কিনবেন ৷ উন্নয়ন কিছু করবেন না । চাকরিও দিতে পারবেন না। ডেভেলপমেন্ট নেই । কে 70 হাজার টাকা ওনার কাছ থেকে চেয়েছে? 500 বছর ধরে দুর্গাপুজো সাধারণ মানুষের টাকায় হতে পারলে আরও কয়েক বছরও হবে ।"
প্রসঙ্গত, বুধবার কাসাই নদীর উপরে মেদিনীপুরের বীরেন্দ্র সেতু পরিদর্শনে আসেন দিলীপ ঘোষ। এদিন তিনি সেতু পরিদর্শন করে রাজ্য সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও একহাত নেন । এরই সঙ্গে তিনি যাদবপুরকাণ্ড নিয়ে কটাক্ষ করেন তৃণমূল সরকারকে ৷ মেদিনীপুরের সাংসদ বলেন, "যাদবপুরের রহস্য অনেকদিন ধরে চলছে। মন্ত্রী থেকে রাজ্যপাল হেনস্তা হয়, কিন্তু কেউ হাত দেয় না । আজকে রাজ্য সরকারের টনক নড়েছে । বহু গরীব মেধাবী পড়ুয়া এখানে পড়তে আসে সেটাকে বরবাদ করা হচ্ছে।"
সেতু পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য সরকার বলেন যে জাতীয় সড়ক কেন্দ্রের, আর সেতু রাজ্যের। তা সত্ত্বেও সেতু সংস্কারের উদ্যোগ নেয়নি রাজ্য। বর্তমানে জাতীয় সড়কের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে । সেটা ব্রিজের টাকা কি না, তা নিশ্চিত না-করলেও তিনি জানান সেতুর কাজ হবে। কয়েক লক্ষ মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন, তাই সেতুর স্থায়ী সমাধান জরুরি । একই সঙ্গে এই বিজেপি নেতা দাবি করেন, যদি সেতুর সমাধান হয়ে থাকে, তাহলে ঠিক আছে । যদি না-হয়ে থাকে চিঠি লিখুন ৷ আর যদি আগে লিখে থাকেন সেই চিঠি প্রকাশ্যে নিয়ে আসুন ।
আরও পড়ুন:আরও বাড়ল ক্লাবগুলির পুজোর অনুদান, বিদ্যুতের বিলে বাড়তি স্বস্তি দিলেন মমতা
কেন্দ্র-রাজ্য সংঘাত ইস্যুতে তাঁর বক্তব্য, যে কোন উন্নয়নে রাজ্য সরকারের একটা শতাংশ থাকে । কিন্তু এই সরকার কিছু না-করে শুধু নাম কামাতে চায় । সেই জন্য এই ঘটনা । মেদিনীপুরের তাঁতিগেড়িয়াতে যানজটের ব্যাপারে বলেন, "আন্ডারপাস হবে, সার্ভে হয়েছে । কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে আমাদের মেদিনীপুরের নাম আছে ৷ বেলদার নামও আছে। এই সমস্ত স্টেশনে উন্নয়ন হবে।" শেষে চন্দ্রযান নিয়ে দিলীপ দেশবাসীকে শুভেচ্ছা জানান ৷ বলেন, "চন্দ্রযান-3 সফল হবে ৷ শুধু ভারত নয়, সারা বিশ্ব এইদিকে তাকিয়ে রয়েছে ।" উল্লেখ্য, বুধবার সারাদিনের কর্মসূচি নিয়ে মেদিনীপুরে এসেছেন সাংসদ দিলীপ ঘোষ । তিনি ব্রিজ পরিদর্শনের পাশাপাশি মেদিনীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ।