পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : রাজ্যের গাফিলতিতে জঙ্গিদের আশ্রয়স্থল বাংলা, অভিযোগ দিলীপের

মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার সকালে নিজের সংসদীয় এলাকা পরিদর্শন করেন ৷ তার মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তখন একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷

dilip ghosh slams mamata banerjee government on terrorism issue
Dilip Ghosh : রাজ্যের গাফিলতিতে জঙ্গিদের আশ্রয়স্থল বাংলা, অভিযোগ দিলীপের

By

Published : Aug 30, 2021, 4:20 PM IST

মেদিনীপুর, 30 অগস্ট : পশ্চিমবঙ্গ ক্রমশ সন্ত্রাসবাদীদের (Terrorist) আঁতুরঘর হয়ে উঠছে ৷ সোমবার সকালে এমনই অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর দাবি, পুলিশ ও প্রশাসনের গাফিলতিতে সন্ত্রাসবাদী ও সমাজবিরোধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বাংলা ৷

দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ ৷ সোমবার সকালে নিজের সংসদীয় এলাকা পরিদর্শন করেন তিনি ৷ সেই সময়ই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তোলেন তিনি ৷ কেন তিনি এই অভিযোগ তুলছেন, এদিন সেই ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ ৷

আরও পড়ুন :East Bengal : মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আইএসএলে ইস্টবেঙ্গল এবার 11-তে থাকবে, কটাক্ষ দিলীপের

সম্প্রতি বাংলা থেকে আফগান মুদ্রা ও অত্যন্ত মূল্যবান তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার হয় ৷ এই ঘটনা দু’টি দেখেই তিনি এমন মত প্রকাশ করছেন বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তাঁর অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক স্তরের উগ্রবাদীরা নিজেদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে । পুলিশ সমস্ত বিষয়টি হালকাভাবে নেয় আর এর ফলেই বাংলাদেশ থেকে উগ্রবাদীরা এসে পশ্চিমবঙ্গে নিজেদের জাল বিছায় ।’’

এছাড়া আরও অন্যান্য ইস্যুতেও তিনি আক্রমণ করেন রাজ্যের তৃণমূল (TMC) পরিচালিত সরকারকে ৷ উপ-নির্বাচন নিয়ে তৃণমূল তাড়াহুড়ো করছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর দাবি, রাজ্যে এখনও উপনির্বাচন করার মতো পরিস্থিতি নেই ৷ রাজ্য সরকার যদি মনে করে ভোটের পরিস্থিতি আছে, তাহলে আগে সব স্বাভাবিক করতে হবে ৷ লোকাল ট্রেন চালু করতে হবে ৷ লকডাউন তুলে নিতে হবে ৷

আরও পড়ুন :Covid Vaccine : করোনার টিকাকরণ কেন্দ্রে দিলীপ, ডিসেম্বরের মধ্যে সকলকে দু’টি ডোজ দেওয়ার আশ্বাস

আটকে থাকা পৌরসভা নির্বাচন করারও দাবি তুলেছেন তিনি ৷ তাঁর দাবি, আগে পৌরসভা নির্বাচন করা উচিত ৷ কারণ, এই নির্বাচন না হওয়ায় সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না ৷ তাঁর অভিযোগ, তৃণমূল পৌরসভাগুলি নিজেদের হেফাজতে রাখতেই ভোট করতে চাইছে না ৷

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর বক্তব্য, ‘‘কেন্দ্র টাকা দেবে দিদির নামে পোস্টার লাগাবে । বৃষ্টি হবে, বন্যা হবে, বৈঠক হবে ৷ কিন্তু সমাধান হবে না ৷ 100 বছর আগেকার পেপার খুলে দেখুন একই ঘটনা, একই ছবি । এমপি বদলে যাচ্ছে, এমএলএ বদলে যাচ্ছে, সরকার বদলে যাচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না । কেন্দ্র কন্ডিশন দেওয়ার পরই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতে যায়নি রাজ্য । একটা টাকাও খরচ করবেন না শুধু পার্টির কাজে লাগাবেন ।’’

আরও পড়ুন :Post Poll Violence : নির্যাতিতার বাড়িতে শান্তিনিকেতন থানার ওসিকে ঢুকতে দিল না সিবিআই

ABOUT THE AUTHOR

...view details