খড়গপুর, 10 সেপ্টেম্বর: কলকাতার রাস্তায় এখনও কিছু ব্রিটিশদের মূর্তি রয়েছে ৷ বিজেপি ক্ষমতায় এলে সব উপড়ে ফেলবে ৷ রাস্তাঘাটে কোনও গোলামির চিহ্ন রাখা যাবে না ৷ দেশের নাম বদলে ইন্ডিয়া থেকে ভারত করা প্রসঙ্গে বলতে গিয়ে এমনই হুংকার দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, দেশকে যারা পরাধীন করে রেখেছিল, তাদের কোনও চিহ্ন দেশে থাকবে না ৷ আর তাই ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না ৷ ভারতে ভারত থাকবে ৷ আর যাঁদের তা পছন্দ হবে না, তাঁরা ভারতের বাইরে যাবেন ৷
রবিবার সকালে খড়গপুর শহরের ডিভিসি মার্কেটে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে যোগ দেন সাংসদ দিলীপ ঘোষ । সেখানেই ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে দেশের নাম বদলের পক্ষে জোরালো সওয়াল করেন তিনি ৷ চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো বহু রাজ্য ও শহর ব্রিটিশদের দেওয়া নাম পরিবর্তন করেছে বলে দিলীপ বলেন, "এখানকার শাসক দলের বন্ধুরা জানেই না ভারত কী, ইন্ডিয়া কেন বলছে, এর পিছনে ইতিহাস কী রয়েছে ।"
এ দিন বামেদের একহাত নিয়ে দিলীপ বলেন, "সিপিএমের লোকেদের খুব কষ্ট, যাঁরা চিরদিন বিদেশের তাঁবেদারি করেছেন । চামচাগিরি করতে গিয়ে বলছেন চিন আমার বাপ । বিভিন্ন শহরের নাম পালটেছে বিদেশিরা বলতে পারত না বলে ৷ সব পালটে দেব আমরা । কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার । ইন্ডিয়া পালটে ভারত হবে । যার পছন্দ হবে না সে বাইরে যাবে ।"