নয়াদিল্লি, 29 জুলাই: সহ-সভাপতির পদ খোয়ালেন দিলীপ ঘোষ ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দলের মধ্যে বড়সড়ো পরিবর্তন করল বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ শনিবার সকালে সভাপতি জে পি নাড্ডা একটি তালিকা প্রকাশ করেছেন ৷ সেখানে নেই পশ্চিম মেদিনীপুরের লোকসভা সাংসদ দিলীপ ঘোষের নাম ৷ উলটে রাষ্ট্রীয় সচিবের জায়গায় রয়েছেন অনুপম হাজরা ৷
2021 সালের সেপ্টেম্বরে দিলীপ ঘোষকে সহ-সভাপতি করেছিল বিজেপি ৷ একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন বিজেপির শীর্ষ স্থানীয় এই নেতা ৷ 2015 সালে তিনি রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন ৷ পরে সেই পদ থেকে তাঁকে সরানো হয় ৷ রাজ্যে শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে প্রায়ই দিলীপ ঘোষকে সরব হতে দেখা গিয়েছে ৷
বেশ কিছুদিন ধরেই তাঁকে খুব বেশি ক্যামেরার সামনে দেখা যাচ্ছিল না ৷ তাই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ অনুমান করেছিল বিজেপি সাংগঠনিক স্তরে রদবদল করবে ৷ তাতে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল ৷ আজ সহ-সভাপতির পদ থেকে সরানো হল মেদিনীপুরের সাংসদকে ৷