মেদিনীপুর, 14 অক্টোবর: রাজ্যে মৃত অন্তত '250 জন বিজেপি কর্মীর' আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ শনিবার দলীয় কর্মসূচিতে মেদিনীপুরে গিয়েছিলেন তিনি ৷ মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান (তৃণমূল) সৌমেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৷ তর্পণের জন্য যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেসব খতিয়ে দেখেন ৷ সেখানেই গন্ধিঘাটে তর্পণ করে কুড়মিদের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷
এদিন গান্ধিঘাটে তর্পণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ । সাংবাদিকদের বলেন, "এই জেলায় প্রায় 6 জন বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৷ তাঁদের আত্মার শান্তি কামনায় আজ তর্পণ করলাম । একইসঙ্গে গোটা রাজ্যে 250 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে রাজনৈতিক হিংসার কারণে ৷ তাঁদের আত্মার শান্তিতেও তর্পণ করলাম ।" পাশাপাশি দিলীপ ঘোষ আরও উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগে যাঁদের অকাল মৃত্যু হয়েছে তাঁদের উদ্দেশ্যেও তিনি তর্পণ করলেন । রেল দুর্ঘটনা থেকে শুরু করে ভূমিকম্প এবং প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধে নিহত মানুষদের শান্তি কামনাও করেছেন ৷