পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উপনির্বাচনে খড়্গপুরে দিলীপ ঘোষ, বহিরাগত বলে কটাক্ষ তৃণমূল প্রার্থীর - Dilip Ghosh in Kharagpur by-election

খড়্গপুরে উপনির্বাচনের পরিস্থিতি দেখতে হাজির সাংসদ তথা BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আচমকা BJP-র রাজ্য সভাপতির খড়্গপুরে হাজির থাকাতে বিতর্কের সৃষ্টি হয়েছে । তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের অভিযোগ, "একজন MP উপনির্বাচনে হাজির থেকে এলাকার মানুষকে প্রভাবিত করছে, যিনি এখানকার লোক নয়, বহিরাগত ।"

দিলীপ ঘোষ

By

Published : Nov 25, 2019, 3:41 PM IST

খড়্গপুর, 25 নভেম্বর : খড়্গপুরে উপনির্বাচনের পরিস্থিতি দেখতে হাজির সাংসদ তথা BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আচমকা BJP-র রাজ্য সভাপতির খড়্গপুরে হাজির থাকাতে বিতর্কের সৃষ্টি হয়েছে । তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের অভিযোগ, "একজন MP উপনির্বাচনে হাজির থেকে এলাকার মানুষকে প্রভাবিত করছে, যিনি এখানকার লোক নয়, বহিরাগত ।"

তৃণমূল প্রার্থীর অভিযোগের পালটা BJP-র রাজ্য সভাপতির বক্তব্য, "আমি একজন MP। এখানে বহু মানুষ রয়েছে যারা এখানকার বাসিন্দা নয় ৷ ভোটের জন্য বিভিন্ন পুলিশ ও সরকারি কর্মচারী রয়েছেন । তারাও এখানকার বাসিন্দা নয় । তাহলে তাঁদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, আমি সাংসদ হিসেবে নিজের ভবনে থাকলে অসুবিধা কোথায় ?"

খড়্গপুরে দিলীপ ঘোষ , দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, " আমি এখানে আমার ভবনে থাকার জন্য সমস্ত কাগজপত্র জমা দিয়েছি সদর মহকুমা শাসককে কাছে । আমার বিরুদ্ধে অভিযোগ তুলে রাজনীতি করছে তৃণমূল ।" ভোটকেন্দ্রে যাচ্ছেন না জানিয়ে দিলীপ বলেন, "আমার কোনও বুথে যাওয়ার প্রশ্ন নেই ৷ প্রার্থী বুথে বুথে ঘুরছেন ৷ আমাদের কর্মীরা আছেন, আমি তাঁদের সঙ্গে আছি । আজ যতক্ষণ ভোট চলবে আমি খড়্গপুরে আছি "

ABOUT THE AUTHOR

...view details