পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

East Bengal : মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আইএসএলে ইস্টবেঙ্গল এবার 11-তে থাকবে, কটাক্ষ দিলীপের - আইএসএল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইস্টবেঙ্গল আইএসএল খেলছে ৷ সেই কারণে তারা 11 নম্বরে শেষ করবে ৷ সোমবার এমনই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

dilip ghosh criticize mamata banerjee on east bengal investor issue
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আইএসএল-এ ইস্টবেঙ্গল এবার 11-তে থাকবে, কটাক্ষ দিলীপের

By

Published : Aug 30, 2021, 3:25 PM IST

মেদিনীপুর, 30 অগস্ট : ইস্টবেঙ্গলের (East Bengal) ইনভেস্টর ইস্যু নিয়ে এবার কটাক্ষ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় আইএসএলে (ISL) এবার ইস্টবেঙ্গল আরও খারাপ ফল করবে বলে মন্তব্য করেছেন তিনি ৷

সোমবার মেদিনীপুরে মর্নিংওয়াক করতে বেরিয়ে কিছুক্ষণ খেলার মাঠে সময় কাটান দিলীপ ঘোষ ৷ তার পরই তিনি এই মন্তব্য করেন ৷ পাশাপাশি জানিয়ে দেন যে তিনি ফুটবল মমতার অনুপ্রেরণায় খেলছেন না ৷ তাঁর খেলাধূলার জন্য কারও অনুপ্রেরণার প্রয়োজন হয় না ৷

আরও পড়ুন :Dilip Ghosh : রাজ্যের গাফিলতিতে জঙ্গিদের আশ্রয়স্থল বাংলা, অভিযোগ দিলীপের

প্রসঙ্গত, গত বছর থেকেই ইস্টবেঙ্গলের ইনভেস্টর ডামাডোল চলছে ৷ গতবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইস্টবেঙ্গলের ইনভেস্টর হয় শ্রীসিমেন্ট (Sree Cement) নামে একটি সংস্থা ৷ তার পর ইন্ডিয়ান সুপার লিগে খেলে ইস্টবেঙ্গল ৷

কিন্তু চলতি মরসুমে ফের জটিলতা তৈরি হয় ৷ ইনভেস্টরের তরফে সরে যাওয়ার সিদ্ধান্ত জানানো হয় ৷ তার পর ফের মধ্যস্থতা করেন মুখ্যমন্ত্রী ৷ লাল-হলুদ কর্তৃপক্ষ ও ইনভেস্টরদের ডেকে সমস্যা মিটিয়ে দেন ৷ তাই এবারও আইএসএল খেলতে চলেছে ইস্টবেঙ্গল ৷

আরও পড়ুন :Covid Vaccine : করোনার টিকাকরণ কেন্দ্রে দিলীপ, ডিসেম্বরের মধ্যে সকলকে দু’টি ডোজ দেওয়ার আশ্বাস

সোমবার সকালে সেই নিয়েই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে টেনে এনেছেন গতবার ইস্টবেঙ্গলের আইএসএল সফরের কথা ৷ গতবার ইস্টবেঙ্গল 11 দলের ওই লিগে 10 নম্বরে শেষ করেছিল ৷ দিলীপের বক্তব্য, ‘‘একটা ক্লাব ইস্টবেঙ্গল দল তৈরি করতে পারছে না ৷ গত বছর 10 নম্বরে হয়েছিল 11 জনের মধ্যে ৷ এবার 11 নম্বরে হবে ৷’’

আর এটা মমতা বন্দ্য়োপাধ্যায়ের অবদান বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ ৷ তিনি দাবি করেছেন যে মমতার অনুপ্রেরণায় সবাই পিছনের দিকে এগিয়ে চলেছে ৷

আরও পড়ুন :Dilip Ghosh on East Bengal : ইস্টবেঙ্গলের চুক্তি সমস্যা মেটানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীরই, দাবি দিলীপ ঘোষের

একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকেও (AITC) কটাক্ষ করেছেন খেলা নিয়ে ৷ তিনি বলেন, ‘‘জীবনে প্রথমে ফুটবল খেলল হাত দিয়ে ৷ বাঙালি এখন পা দিয়ে ফুটবল খেলছে না ৷ হাত দিয়ে খেলছে ৷ আমরা তো রাস্তায় খেলতাম ৷ এখন মন্ত্রীরা মঞ্চে উঠে ফুটবল খেলছেন ৷ ফুটবল দিয়ে বাংলার উন্নতি হবে না ৷’’

ABOUT THE AUTHOR

...view details