খড়গপুর 16 মে :খড়গপুরে রাস্তা, সাবমারসিবল উদ্বোধন-সহ সোমবার রেল শহরে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। উদ্বোধনে এসে তিনি মুখ্যমন্ত্রীকে আবারও একবার কটাক্ষ করলেন (Dilip Ghosh criticises Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী এই জেলা সফরের আগেই তিনি বলেন, "মুখ্যমন্ত্রী একের পর এক জমি দখল করে এবং চাষিদের টাকা দেন না ৷ তার সঙ্গে হয় না শিল্প। তাই চাষিরা বিক্ষোভ করছেন মুখ্যমন্ত্রী সফরের আগে।"
প্রসঙ্গক্রমে এদিন রেল শহর খড়গপুরে একগুচ্ছ অনুষ্ঠান এবং উদ্বোধন নিয়েই এসেছিলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। এই অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে সাংবাদিকরা তাঁকে জমি অধিগ্রহণ নিয়ে প্রশ্ন করলে দিলীপ বাবু বলেন, "চাষিরা অবরোধ এবং বিক্ষোভ দেখাচ্ছেন তা ঠিকই। কেনই বা দেখাবেন না মুখ্যমন্ত্রী জমি অধিগ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়ার পরও আজও শিল্প হয় না সেখানে বিক্ষোভ তো হবেই। মুখ্যমন্ত্রী খোদ চাষিদের এখনও ধান ও গমের সঠিক মূল্য পর্যন্ত দিয়ে উঠতে পারেননি। সেই পরিস্থিতিতে জমি অধিগ্রহণ করে ফেলে রেখেছে শিল্পের নামে। সেখানে আদৌ কোনও শিল্প গড়ে উঠেনি এখনও পর্যন্ত জঙ্গলমহলে। তাই চাষিদের বিক্ষোভ সমর্থন যুক্ত।"