বেলদা (পশ্চিম মেদিনীপুর), 28 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাস্তার বেহাল অবস্থা দেখে এবার ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বুধবার তিনি বেলদার অঞ্চল সম্মেলনে এসে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ তিনি বলেন, "কেন্দ্রের টাকা সব খেয়ে ফেলছে এই পিসি-ভাইপো । যার জন্য এই অবস্থা রাজ্যের ।"
মূলত এদিন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মান্ন্যা 11 নম্বর অঞ্চলের অঞ্চল সম্মেলন করতে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি । সেখানে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়েই রাজ্যের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ । তিনি বলেন, "রাজ্যের নিজস্ব কোনও মুরোদ নেই । কেন্দ্রের টাকায় এখানে 2015 সালে এই রাস্তা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনায় । কিন্তু আমি আসার পথে দেখলাম বেহাল রাস্তার অবস্থা । পাঁচ বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই রাস্তা দেখভাল করেছে কিন্তু তারপর থেকেই বেহাল অবস্থা । আর হবে নাই বা কেন । যা টাকা কেন্দ্র পাঠায় সব টাকাই খেয়ে ফেলছে এই শাসকদল ।"
তিনি আরও বলেন, "রাজ্য তার নিজের টাকা দিয়ে কোনও খরচা করছে না । রাজ্যের টাকাও নেই, উপরন্তু কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে রাস্তা মেরামতি এবং চাল-ডালের জন্য, সেই টাকাও তারা খেয়ে ফেলছে । তাই এই বেহাল রাস্তার উপর না-পড়ছে এক কোদাল মাটি, না পিচ, না মোরাম ।"