মেদিনীপুর, 12 জুন : কোরোনা রোগীর চিকিৎসা ও মৃতদেহ সৎকারের ব্যবস্থাপনা জানতে চেয়ে আজ চার রাজ্যকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট । এবার তা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । বলেন, "এই সরকারের একটি অভ্যাস হয়ে গেছে । কোর্টের থাপ্পড় না খেলে কিছু কাজ করে না ।"
গতকাল একটি ভিডিয়ো ভাইরাল হয় । দেখা যায়, কলকাতায় লোহার আঁকশি দিয়ে একটি মৃতদেহকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে । তোলা হচ্ছে পৌরনিগমের গাড়িতে । আজ সেই মামলার শুনানি হয় শীর্ষ আদালতে । নানি চলাকালীন দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চায় শীর্ষ আদালত । কীভাবে রোগীদের চিকিৎসা চলছে, মৃতদেহগুলির জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চায় আদালত । শীর্ষ আদালতের বক্তব্য, হাসপাতালে মৃতদেহগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না । এমনকি মৃতদের পরিবারকেও খবর দেওয়া হচ্ছে না । প্রিয়জনের শেষকৃত্যে সামিল হতে পারছেন না তাঁরা । সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, বেদনাদায়ক ।