মেদিনীপুর, 29 জানুয়ারি: এবার 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে (Didir Suraksha Kawach) কাউন্সিলরকে না-জানিয়ে তাঁর এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' বিধায়ক জুন মালিয়া । এই ঘটনার সম্মুখীন হন তিনি মেদিনীপুরে । জানা গিয়েছে, শনিবার রাতে 'দিদির দূত' জুন মেদিনীপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন । তাঁর সঙ্গে ছিলেন কাউন্সিলর-সহ বেশ কিছু তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ অভিযোগ, তৃণমূল থেকে ছয় বছর আগে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর এরশাদ আলির বাড়িতে আলোচনা সারেন জুন ৷ এমনকী সারেন চা চক্র । এই ঘটনা এলাকায় চাউর হতেই মানুষ বিক্ষোভ দেখায় ।
আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ খোদ এলাকার দলীয় কাউন্সিলর মোজাম্মেল হোসেন । একদিকে দলীয় কাউন্সিলর অপরদিকে মাইনরিটি সেলের নেতৃত্ব মোজাম্মেল হোসেন রীতিমতো ক্ষুব্ধ হয়ে দলীয় নেতৃত্বকে বিধায়ক জুন মালিয়ার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন । আর তা ঘিরে এখন রাজ্য রাজনীতি উত্তাল মেদিনীপুরে । প্রসঙ্গত, আগামী 4 ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । আর সেখানেই সমস্ত নেতৃত্বকে রাগ ক্ষোভ ভুলে একসঙ্গে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সর্বভারতীয় নেতৃত্ব । তবে তার আগে এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক দল ।