চন্দ্রকোনা, 19 জুন : ডায়ারিয়ার প্রকোপে আক্রান্ত 15 । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর 1 নম্বর পঞ্চায়েতের কুলবনী গ্রামের ঘটনা । গত তিনদিন ধরে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন 8 - 10 জন গ্রামবাসী । আক্রান্তদের মধ্যে রয়েছে শিশু, মহিলা ও পুরুষ । এছাড়াও প্রায় অধিকাংশ গ্রামবাসীই কমবেশি আক্রান্ত ।
আক্রান্তরা মূলত বমি ও পায়খানার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয় । হাসপাতাল সূত্রে জানানো হয়, গত তিনদিন ধরেই গ্রামে পায়খানা বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হচ্ছে গ্রামবাসীরা । তবে আক্রান্তদের মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে । বর্তমানে হাসপাতালে 8 - 10 জন চিকিৎসাধীন ।