পশ্চিমবঙ্গ

west bengal

ঘাটালের স্কুলে মাস্ক ভেন্ডিং মেশিন চালু করলেন দেব

সাংসদ দেবের উদ্যোগে স্কুলে বসানো হল মাস্ক ভেন্ডিং মেশিন ৷ সেই সঙ্গে অটোমেটিক স্যানিটাইজার মেশিন ৷

By

Published : Jun 4, 2021, 2:05 PM IST

Published : Jun 4, 2021, 2:05 PM IST

Dev set up a masking vending machine at the school
Dev set up a masking vending machine at the school

ঘাটাল 4 জুন : এবার স্কুলে মাস্ক ভেন্ডিং মেশিন বসালেন দেব ৷ কথা রাখলেন তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী ৷

নির্বাচনের আগেই স্কুলের তরফ থেকে পানীয় জল, মাস্ক ও স্যানিটাইজারের জন্য আবেদন করা হয় দেবের কাছে ৷ তবে নির্বাচনের চাপে তখন সেদিকে তাকাতে পারেনি দেব ৷ তবে ভুলে যাননি আবেদনের কথা ৷ তাই নির্বাচনের পরই ওই স্কুলের আবেদনে সাড়া দিলেন সাংসদ ৷

পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুলে বসালেন মাস্ক ভেন্ডিং মেশিন ৷ সঙ্গে অটোমেটিক স্যানিটাইজার মেশিন ৷ বুধবার দাসপুর 2 ব্লকের খুকুড়দহ ঈশ্বরচন্দ্র মাজি মেমোরিয়াল স্কুলে বসানো হয়েছে এই মেশিনগুলি ৷

আরও পড়ুন :স্বাস্থ্যসাথী কার্ডকে উপেক্ষা করেই টাকা দাবি নার্সিংহোমের

দেবের উদ্যোগে খুশি স্কুল কর্তৃপক্ষ ৷ করোনা আবহে দেবের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ৷ স্কুলের সহকারী শিক্ষক কৌশিক মণ্ডল ধন্যবাদ জানিয়েছেন দেবকে ৷

উল্লেখ্য, গোটা রাজ্য করোনার গ্রাফ নিম্নমুখী ৷ ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যবাসী ৷ এমতাবস্থায়, করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর দেব ৷ তার এই পদক্ষেপ যে কতখানি গ্রহণযোগ্যতা পেয়েছে, তা চোখে মুখে প্রকাশ পাচ্ছে স্কুলের শিক্ষক ও অন্যান্যে কর্মচারীদের ৷

ABOUT THE AUTHOR

...view details