সিবিআই অভিযান নিয়ে সোজাসাপটা মন্তব্য দেবের ঘাটাল, 8 অক্টোবর: "দোষ করলে শাস্তি পাওয়া উচিত" ৷ সিবিআই তৎপরতা নিয়ে এমনই মন্তব্য শোনা গেল তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের গলায় ৷ একই সঙ্গে, ক্ষমতা চিরদিন কারও কাছে কুক্ষিগত করে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন দেব ৷
রবিবার সকাল থেকেই আচমকা তৎপরতা দেখা যায় কেন্দ্রীয় এজেন্সির মধ্য়ে ৷ এদিন সকালে রাজ্যের দুই 'হেভিওয়েট' তৃমমূল নেতার বাড়িতে আচমকা হানা দেয় সিবিআাই ৷ পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই ৷ আর সেই মামলাতেই একযোগে এদিন শহরের বিভিন্ন যায়গায় তল্লশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ এদিন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে যেমন পৌঁছে যায় সিবিআইয়ের গোয়েন্দারা, তেমনই ভবানীপুরে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও য়ায় সিবিআআিয়ের একটি দল ৷
এদিন লাগাতার পাঁচ ঘণ্টা মদন মিত্রের বাড়িতে তল্লশি চালায় সিবিআাই ৷ অন্যদিকে, ফিরহাদ হাকিমের বাড়িতে প্রায় 10 ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ যদিও শেষ পর্যন্ত দুই জায়গা থেকেই বেরিয়ে য়ায় তারা ৷ আর এই প্রসঙ্গেই এদিন মুখ খুলেছেন সাংসদ অভিনেতা দেব ৷ কার্যত দলের অস্বস্তি খানিক বাড়িয়ে দেবের মন্তব্য, "কেউ দোষ করে থাকে তবে তার শাস্তি হওয়া উচিত ৷" একানেি শেষ নয়, দেব আরও বলেন, "আমার খারাপ লাগে, যারা বিরোধী দলে আছে তাদের বাড়িতে গিয়ে প্রতিদিন এমন হানা হচ্ছে ৷ এটা যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয়, তবে ভবিষ্যতের জন্য এটা খারাপ ৷"
আরও পড়ুন: 'দুর্নীতি প্রমাণ হলে গঙ্গায় ঝাঁপ দেব', সিবিআই যেতেই চ্যালেঞ্জ ছুঁড়লেন মদন
এর পাশাপাশি দেবের আরও সংযোজন, "ক্ষমতা কারও কাছে সারাজীবন থাকবে না ৷ এই ক্ষমতা যখন বিরোধীদের কাছে যাবে তারাও সেই একই রকমভাবে তা ব্যবহার করবে ৷ কিন্তু অভিযোগ যদি সত্যি হয় তবে তার তদন্ত হওয়া উচিত, দোষীদের শাস্তি হওয়া উচিত ৷ রাজনৈতিক প্রতিহিংসা থাকা উচিত নয় ৷" আর দেবের এই মন্তব্যের পরই ফের একবার রাজ্য রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন ৷