ঘাটাল, 31 মার্চ: নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে এসে ফের একবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব (Dev criticises central government on Ghatal Master Plan issue) । তাঁর অভিযোগ, কেন্দ্রকে এই বিষয়টি নিয়ে বহুবার চিঠি দিলেও তারা গুরুত্ব দিচ্ছে না ৷ ফলে রূপায়িত হচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যান ৷ ফলে প্রতিবছর বন্যায় প্লাবিত হচ্ছে ঘাটাল, নষ্ট হচ্ছে ঘরবাড়ি, সম্পত্তি, জমি, জায়গা ৷ বর্ষা নামতে এখনও কিছুটা সময় বাকি থাকলে এখন থেকেই আগাম প্রস্তুতির কথা শোনা গিয়েছে ঘাটালের সাংদের মুখে ৷ বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও ৷
Dev on Ghatal Master Plan : আমাদের কথা দিল্লির কানে পৌঁছচ্ছে না, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব দেব - Dev criticises central government on Ghatal Master Plan issue
ঘাটালের সাংসদ দেব এদিন অভিযোগ করেন (Dev on Ghatal Master Plan), ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে অনেকবার চিঠি দেওয়া হলেও কোনও কাজ হয়নি ৷
আরও পড়ুন : সবুজ দ্বীপের সবুজ বাঁচাতে উদ্যোগী মনোরঞ্জন
বৃহস্পতিবার দিনভর ঘাটালে একাধিক কর্মসূচি ছিল সাংসদ দেবের ৷ সকালে ঘাটাল মহকুমাশাসকের দফতরে জেলাশাসক রেশমি কমলকে সাঙ্গে নিয়ে বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দেন তিনি ৷ সেখান থেকে যান হরিসিংপুর পার্ক পরিদর্শনে । সেখানেই সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটাল মাস্টারপ্লান নিয়ে কেন্দ্রের অবহেলা প্রসঙ্গ তোলেন দেব ৷ বলেন, "আমাদের লড়াই আমাদেরকে লড়তেই হবে ৷ দিল্লিকে বহুবার বলেছি, কিন্তু আমাদের কথা তাদের কানে পৌঁছচ্ছে না ৷ দিল্লির বঞ্চনার জন্যই আজ ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়িত হচ্ছে না । ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি অনেকবার চিঠি দিয়েছি ৷ ঘাটালের মানুষদের বলব আমরা আপনাদের পাশে আছি যতদিন বাঁচব ঘাটালের মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ৷ তারজন্য আজকের মিটিং গুরুত্বপূর্ণ ছিল ৷ বর্ষার আগে আগাম বৈঠক হল ৷ ড্রেনেজ সিস্টেমের কাজ অনেকটা এগিয়েছে, যাতে জল বেরিয়ে যেতে পারে সেই চেষ্টা করা হচ্ছে ৷ রাজ্য সরকারের সাহায্যে কাজ হচ্ছে ৷"
TAGGED:
Dev on Ghatal Master Plan