চন্দ্রকোণা , 10 এপ্রিল : লকডাউনের জেরে ক্ষতি হচ্ছিল পান ও ফুলচাষিদের ৷ কোটি কোটি টাকার ক্ষতি হওয়ায় মুখ্যমন্ত্রী মানবিকতার খাতিরে পান ও ফুল বিক্রি থেকে নিষেধাজ্ঞা তুলে নেন ৷ তাঁরা যাতে বিক্রি করতে পারেন , তার জন্য ব্যবস্থা করে দেন ৷ কিন্তু, আড়ত বন্ধ থাকায় পান বরজেই নষ্ট হয়ে যাচ্ছে ৷ ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন চন্দ্রকোণার পান চাষিরা ৷
কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ ফলে সবকিছুই বন্ধ । সেক্ষেত্রে সবজি বাজার , মাছ ও প্রয়োজনীয় সামগ্রী , দুধ ওষুধের উপর শুধু ছাড় দেওয়া হয়েছে ৷ কিন্তু সব বন্ধ হয়ে যাওয়ায় পান ও ফুল চাষে ব্যাপক ক্ষতি হচ্ছিল ৷ কোটি কোটি টাকার ফুল ও পান নষ্ট হচ্ছিল ৷ এই অবস্থায় মানবিকতার খাতিরে ফুল ও পান বিক্রিতে ছাড় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের পুনরায় ব্যবসা করার জন্য নির্দেশ দেওয়া হয় ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও তেমন কোনও আশার আলো দেখছেন না চন্দ্রকোণার পান চাষিরা ৷