পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাগজে নাম লিখে, ইট চাপা দিয়ে, টিকা নেওয়ার লাইন চন্দ্রকোনায় - COVID 19 Vaccination

আগের দিন রাত থেকেই ইঁট দিয়ে লাইন দেওয়ার হিড়িক চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে । টিকাকরন কেন্দ্রের বাইরে চিরকুটে যে যার নাম লিখে ইঁট চাপা দিয়ে রাখছেন ৷ সকালে এসে সেই ইঁট চাপা চিরকুট ধরে লাইন পড়বে ৷

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল
ছবি

By

Published : Apr 23, 2021, 5:31 PM IST

চন্দ্রকোনা, 23 এপ্রিল : করোনাকে জয় করতে চলছে টিকাকরণ উৎসব ৷ রাজ্যে আবারও দাঁত-নখ বের করতে শুরু করেছে করোনা ৷ দৈনিক সংক্রমণ বারো হাজার ছুঁই ছুঁই ৷ এরই মধ্যে বাড়ছে টিকার চাহিদা ৷ তবে সেই অনুপাতে জোগান অনেকটাই কম ৷

দৈনিক টিকাকরনের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে ৷ কিন্তু টিকা নিতে শতাধিক মানুষের ভিড় উপচে পড়ছে । সময় মতো লাইনে না দাঁড়াতে পারলে ফিরে যেতে হচ্ছে অনেককেই ৷ আগের দিন রাত থেকেই ইঁট দিয়ে লাইন দেওয়ার হিড়িক চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে । টিকাকরন কেন্দ্রের বাইরে চিরকুটে যে যার নাম লিখে ইঁট চাপা দিয়ে রাখছেন ৷ সকালে এসে সেই ইঁট চাপা চিরকুট ধরে লাইন পড়বে ৷

টিকাকরন প্রক্রিয়ার শুরুর দিকে টিকা নেওয়ায় অনেকের অনীহা দেখা গেলেও, কোরোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত এবং চাহিদা অনুযায়ী কোরোনার টিকার অমিল থাকায় জেলা জুড়েই টিকাকরণ কেন্দ্রগুলিতে শ'য়ে শ'য়ে মানুষের ভিড় উপচে পড়ছে ।

নাম লেখা চিরকুট ইঁট দিয়ে চাপা দিয়ে লাইন করোনা টিকাকরণ কেন্দ্রের বাইরে

আরও পড়ুন : নাম লিখিয়েও ভ্যাকসিন পেলেন না ঝাড়গ্রামের বাসিন্দারা

এই দিন রাতে চন্দ্রকোনার এই টিকাকরণ কেন্দ্রের ছবিতেই স্পষ্ট টিকা নেওয়ার চাহিদা বর্তমানে তুঙ্গে 45 বছরের ঊর্ধ্বে সকল মানুষের ৷ আর তা সামাল দিতেও হিমসিম খেতে হচ্ছে স্বাস্থ্য কর্মী থেকে পুলিশ প্রশাসনকেও । এদিকে জেলায় নতুন করে কোরোনা রোগী ধরা পড়েছে 121 জন ৷

ABOUT THE AUTHOR

...view details