পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: বাম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে চেষ্টা করায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের বদলির দাবি - অভিযুক্ত পুলিশ আধিকারিকের বদলির দাবি

মঙ্গলবার সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই ঘটনায় হইচই পড়ে রাজ্য রাজনীতিতে ৷ সেই নিয়ে ক্ষুব্ধ সিপিএম ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jun 21, 2023, 8:07 PM IST

বাম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে চেষ্টা করায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের বদলির দাবি

দাসপুর, 21 জুন: সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পুলিশের ভূমিকার সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই ৷ সিপিএমের তরফে অভিযুক্ত পুলিশ আধিকারিক দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্য়ায়ের বদলির দাবি তোলা হয়েছে ৷ এই নিয়ে ওই পুলিশ আধিকারিক কোনও মন্তব্য করেননি ৷ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

প্রসঙ্গত, মনোনয়ন প্রত্যাহার ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় দাসপুরে । দাসপুর-1 ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর বুথে সুষমা সাউ সিপিএমের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন । সিপিএমের দাবি, ওই প্রার্থীকে জোর করে তৃণমূল কংগ্রেস বিডিও অফিসে আনে মনোনয়ন প্রত্যাহারের জন্য ৷

বামকর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে৷

তখন ওই প্রার্থীকে নিয়ে যেতে বাধা দেন বাম কর্মীরা । পুলিশ ওই প্রার্থীকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে । একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাম প্রার্থীকে নিয়ে টানাটানি চলছে পুলিশ ও বাম কর্মীদের । ধস্তাধস্তি ও হাতাহাতিতে বাম কর্মী আহতও হন ৷ ভিডিয়োতে ওই প্রার্থীকে বিডিও অফিসের ভিতরে নিয়ে যাওয়ার জন্য এবং বাকি বামকর্মীদের আটকাতে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় দাসপুর থানার ওসিকে ৷ এর জেরে তাঁর সঙ্গে বাম কর্মীদের তর্কাতর্কিও হয় ৷ কিন্তু শেষপর্যন্ত মনোনয়ন প্রত্যাহার সম্ভব হয়নি ৷ কারণ, ওই প্রার্থী যখন বিডিও অফিসে পৌঁছান, তখন দুপুর 3টে বেজে গিয়েছে ৷ ফলে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:উলট-পুরাণ ! সিপিআইএম প্রার্থীকে মনোনয়ন তুলে নেওয়ার হুমকি বিজেপি'র

পশ্চিম মেদিনীপুরের সিপিএম নেতা রণজিৎ পাল বলেন, ‘‘এই ঘটনা যা ঘটিয়েছে পুলিশ, তা ন্যাক্কারজনক । আমাদের প্রার্থীকে জোরজবস্তি যেভাবে মনোনয়ন প্রত্যাহার করাতে নিয়ে যায়, তাতে আমরা আতঙ্কিত ছিলাম । এই জেলায় এরকম ঘটনা আগে কখনও ঘটেনি । যদিও আমাদের পার্টি অফিস থেকে নেতা-কর্মীরা দেখতে পেয়ে যাওয়ায় তাঁরা প্রতিবাদ করেন এবং পুলিশের মারে তাঁরা আহত হয়েছেন ।’’

বামকর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে৷

তিনি আরও বলেন, ‘‘কিন্তু বিডিও অফিসে প্রার্থীকে নিয়ে যাওয়ার পরও তাঁর থেকে তারা মনোনয়ন প্রত্যাহার করাতে পারেনি । তার কারণ সময় পেরিয়ে গিয়েছিল । ঘড়িতে তখন সময় দুপুর তিনটে দুই মিনিট ছিল । পুলিশ এবং এই শাসক দল যারা এই ধরনের অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, তারা আদৌও নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারবে না । এর প্রকৃত বিচার একদিন হবে । একই সঙ্গে তাঁর অভিযোগ, শাসক দল ও পুলিশের সঙ্গে যোগ হয়েছে বিজেপি ৷ যারা এই ধরনের অশান্তি বাড়াতে চাইছে এই সংশ্লিষ্ট এলাকায় ।

যদিও এ দিন দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় বলেন, ‘‘এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই । যা বলবেন বড় সাহেব বলতে পারবেন । আমি এই বিষয়ে কোনও ধরনেরই মন্তব্য করতে পারব না ।’’ অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে ফোন করা হলে তিনি দু’বার ফোনটা কেটে দেন । ফলে তাঁর কোনোরকম বক্তব্য পাওয়া যায়নি ।

আরও পড়ুন:দেখি কার হিম্মত আছে আমাকে আটকানোর, তৃণমূলকে হুঁশিয়ারি কেশপুরের সিপিএম প্রার্থীর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details