চন্দ্রকোনা, 21 সেপ্টেম্বর : অন্তঃসত্ত্বা কিশোরী মেয়েকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়া এলাকার ঘটনা ৷ মৃতের বাবা ও মাকে আটক করেছে পুলিশ ৷ সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ ৷
বছর চোদ্দোর মৃতার বাড়ি সাত বাঁকুড়ায় ৷ ওই একই এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি ৷ আত্মীয় বাড়ির এক কিশোরের সঙ্গে তার প্রেম হয় । প্রেম ঘটিত বিষয় নিয়ে মেয়ের সঙ্গে বাবার বচসা বাধে ৷ মেয়ে দুমাসের অন্তঃসত্ত্বা জানাজানি হওয়ায় অশান্তি চরমে ওঠে ৷ অভিযোগ, রাগের বশে মেয়েকে লাঠি দিয়ে মারতে শুরু করে বাবা ৷
ঘটনাস্থানে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই কিশোরী । জ্ঞান হারায় ৷ খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ আসে ৷ কিশোরীকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ময়নাতদন্তের জন্য পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় মৃতদেহ ৷
পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ মৃতের বাবা-মাকে আটক করা হয়েছে ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, মেয়ের প্রেমঘটিত কারণে পরিবারে অশান্তি লেগেই ছিল ৷ গতরাতে বাবা-মেয়ের অশান্তি চরমে পৌঁছায় ৷ রাগের বশবর্তী হয়ে লাঠি দিয়ে মেয়েকে আঘাত করে ৷ ওই আঘাতেই মৃত্যু হয়েছে ৷