দাসপুর, 29 অগস্ট:চোখে মুখে আনন্দের হাসি দাসপুরের পরিচিত পান্তি পিসি (Daspur Woman)। গতবছর আমফান ঝড়ের আগে দাসপুর গ্রামের শিখা চক্রবর্তী যাকে গ্রামের সবাই চেনেন পান্তি পিসি নামেই ৷ সেই পান্তি পিসির ত্রিপল দিয়ে ঢেকে রাখা মাটির বাড়ি খুবই নড়বড়ে ছিল। এমনই অবস্থা ছিল যে ভয়ে সেই ঘরে তিনি থাকতে না পেরে বাইরে আশ্রয় নিয়েছিলেন। এই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোলে তা নজরে পড়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারীর তথা দেব (TMC MP Dev)। এরপরই দেব জানান পান্তি পিসির বাড়ি তৈরি হবে ৷ আর সোমবার হল পান্তি পিসির বাড়ির স্বপ্নপূরণ ৷
দেব তাঁর প্রতিনিধি রামপদ মান্নাকে হস্তক্ষেপ করতে বলেন এবং পান্তি পিসির বাড়ি নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেন। তারপরেই সেই পুরানো জীর্ণ মাটির বাড়ি ভেঙে অভিনেতা দেব তাঁর ব্যক্তিগত অর্থে এই বাড়িটি তৈরি করে দেন ৷ দেবের অনুরোধে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও (Paschim Medinipur District Administration) আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাড়ে 5 লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মিত হয়। যার মধ্যে জেলা প্রশাসন থেকে 1 লক্ষ 30 হাজার টাকা সাহায্য করা হয়।