খড়গপুর, 15 অক্টোবর : দশমীর দিনে রেল শহর খড়গপুরে পুড়ল 48 ফুটের রাবণ ৷ করোনা বিধির মধ্য দিয়েই শুক্রবার খড়গপুরে পালিত হয় এই রাবণ দহন উৎসব ৷ এই অনুষ্ঠান দেখতে স্থানীয় উৎসুক জনতা হাজির হয়েছিলেন খড়গপুর মাঠে ৷
প্রায় 48 ফুটের এই রাবণ দহন উৎসব 1925 সাল থেকে হয়ে আসছে খড়গপুরে ৷ এই শহরের নিউ সেটেলমেন্ট মাঠে এই রাবণ দহন দেখতে প্রতি বছর ভিড় জমান এলাকার মানুষ ৷ দুর্গাপূজার মতোই পশ্চিম মেদিনীপুরের এই রেল শহরে রাবণ দহন অনুষ্ঠানও হয় সাড়ম্বরে। প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন এই অনুষ্ঠান উপভোগ করতে।
আরও পড়ুন : Bijaya Dashami: দশমীতে বিসাদের সুর, প্রতিমা নিরঞ্জন চলছে গঙ্গার ঘাটে
এই রাবণ দহন উপলক্ষ্যে কাগজ, বাঁশ, সুতো সহযোগে রাবণ তৈরি করে তার ভেতরে আতশবাজি বাঁধা হয়। রাবণের দশ মাথায় বাজি রেখে প্রস্তুত করা হয় রাবণের এই উঁচু মূর্তি । এরপর স্থানীয় ছেলেমেয়েরা রাম সীতা সেজে তিরবিদ্ধ করে রাবণকে। সেই আগুন লাগা মাত্রই রাবণ জ্বলে ওঠে এবং এক এক করে রাবণের 10 মাথাতে থাকা বাজি ফাটতে শুরু করে ৷ অবশেষে পুড়ে যায় রাবণ এবং তাতেই উল্লাসে ফেটে উঠে জনতা। প্রতিবার এই অনুষ্ঠানে বহু মানুষের জমায়েত হলেও, এবার করোনা আবহে বাইরের লোকজন সেভাবে আসেননি ৷ মূলত স্থানীয়রাই এসেছিলেন এই অনুষ্ঠানে ৷