দাঁতন, 24 জুলাই : কোথাও ইন্টারনেটের সমস্যা, তো কোথাও আর্থিক অবস্থা খারাপ থাকায় অ্যান্ড্রয়েড মোবাইল না কিনতে পারা । এই ধরনের বিবিধ কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে ৷ তাই সেই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, তা নিয়ে এবার উদ্যোগী হলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন-2 ব্লকের ললাট গঙ্গাধর পাঠশালার শিক্ষকরা । নিজেরাই উদ্যোগ নিয়ে পড়ুয়াদের পড়ানো শুরু করেছেন তাঁরা ৷
আরও পড়ুন :ICSE, ISC Board Results : আজ দুপুর তিনটেয় আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশের ফল ঘোষণা
করোনা অতিমারীর জেরে গত বছর থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ । মাঝে কিছু দিনের জন্য কয়েকটি ক্লাসে পঠনপাঠন শুরু হয়েছিল ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে তাও বন্ধ হয়ে গিয়েছে ৷ ফলে পড়ুয়াদের ভরসা অনলাইন ক্লাস ৷ কিন্তু গ্রাম্য এলাকায় অনলাইন ক্লাসের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা । কোথাও ইন্টারনেটের সমস্যা তো, কোথাও আর্থিক অবস্থার খারাপ থাকায় অ্যান্ড্রয়েড মোবাইল না কিনতে পারছে না অনেকে ৷ ফলে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে ৷