মেদিনীপুর, ৯ নভেম্বর : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই 24 পরগণা সহ পাঁচ জেলায় বৃষ্টি শুরু হয়েছে গত রাত থেকেই । সারারাত ধরেই চলেছে বৃষ্টি ।
বুলবুলের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি - বুলবুলের প্রভাবে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে
বুলবুলের দাপট অব্যাহত । ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে সকাল থেকে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া ।
শনিবার এই জেলাগুলির প্রাথমিক স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল । যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা চলছে সেগুলি বাদে বাকি সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয় । রাস্তাঘাটে লোকজন কম ছিল । সরকারিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সমস্ত পর্যায়ে । সমস্ত আধিকারিককে সতর্ক করা হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম । নজরদারি করছেন খোদ জেলাশাসক রেশমি কমল ।
সুপার সাইক্লোনে পরিণত বুলবুল 135 কিমি বেগে আজ রাতেই আছড়ে পড়বে । তা কতটা ভয়াবহ এবং জেলায় কত বড় বিপর্যয় ঘটাবে সেইদিকেই তাকিয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম ।