পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির সভায় পকেটমার! চুরি একাধিক ব্যক্তির মানিব্যাগ - cutpurse at the BJP meeting! four persons wallet Theft

ইতিমধ্যেই স্থানীয় থানায় বিষয়টি জানিয়েছেন তাঁরা ৷

বিজেপি
বিজেপি

By

Published : Feb 9, 2021, 10:52 PM IST

লালগড়, 9 ফেব্রুয়ারি : লালগড়ে ছিল বিজেপির 'পরিবর্তন যাত্রা' কর্মসূচি ৷ কর্মসূচিতে উপস্থিত সাংবাদিক সহ একাধিক ব্যক্তির মানিব্যাগ চুরি যাওয়ার অভিযোগ ৷ 'পরিবর্তন যাত্রা'-র খবর করতে এসে মানিব্যাগ খোয়া গেল চার সাংবাদিকের।

ঝাড়গ্রামের লালগড়ে জনসভা ছিল বিজেপির। সেই জনসভা থেকে 'পরিবর্তন যাত্রা'-র উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয় সহ অন্যান্য নেতারা। অভিযোগ, সেই সভা কভারেজ করতে গিয়েই চুরি গিয়েছে মানিব্যাগ ৷

ইতিমধ্যেই স্থানীয় থানায় বিষয়টি জানিয়েছেন তাঁরা ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details