ধান্যগাছি, 7 ফেব্রুয়ারি : রেশনে জিনিস কম দেওয়ায় ডিলারের মুখে কালি মাখিয়ে দেওয়ার অভিযোগ (Customers Smear Ink on Ration Dealer for Fraud Allegation) ৷ সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 2নং ব্লকের বান্দিপুর 2নং গ্রাম পঞ্চায়েতে ধন্যগাছি গ্রামে ৷ খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে রেশন ডিলারকে উদ্ধার করে ৷
স্থানীয়দের অভিযোগ, ধান্যগাছি গ্রামের মহিলা রেশন ডিলার জিনিসপত্র প্রায় কম দিচ্ছিলেন (Ration Fraud in Chandrakona) ৷ এমনকি প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করছিলেন ৷ যা নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল ৷ এদিনও ওই রেশন ডিলার একই কাজ করলে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন ৷ তখন বেশ কয়েকজন গ্রাহক পাশেই বান্দিপুর 2নং গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে যান ৷ গ্রাহকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানাতে সেই সময় অভিযুক্ত রেশন ডিলার এবং তাঁর ভাইও সেখানে যান ৷ তাঁরা সেখানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ খবর পেয়ে চন্দ্রকোনা 2নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপিত হীরালাল ঘোষ সেখানে যান ৷