পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ration Fraud in Chandrakona : রেশনে কারচুপি! ধান্যগাছিতে ডিলারের মুখে কালি মাখালেন গ্রাহকরা

চন্দ্রকোনার ধান্যগাছি গ্রামে রেশন ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ (Ration Fraud in Chandrakona) ৷ প্রতিবাদে রেশন ডিলারের মুখে কালি মাখিয়ে দেওয়ার অভিযোগ গ্রাহকদের বিরুদ্ধে (Customers Smear Ink on Ration Dealer for Fraud Allegation) ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেশন ডিলারকে উদ্ধার করে ৷

Customers Smear Ink on Ration Dealer for Fraud Allegation in Chandrakona
Customers Smear Ink on Ration Dealer for Fraud Allegation in Chandrakona

By

Published : Feb 7, 2022, 5:25 PM IST

ধান্যগাছি, 7 ফেব্রুয়ারি : রেশনে জিনিস কম দেওয়ায় ডিলারের মুখে কালি মাখিয়ে দেওয়ার অভিযোগ (Customers Smear Ink on Ration Dealer for Fraud Allegation) ৷ সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 2নং ব্লকের বান্দিপুর 2নং গ্রাম পঞ্চায়েতে ধন্যগাছি গ্রামে ৷ খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে রেশন ডিলারকে উদ্ধার করে ৷

স্থানীয়দের অভিযোগ, ধান্যগাছি গ্রামের মহিলা রেশন ডিলার জিনিসপত্র প্রায় কম দিচ্ছিলেন (Ration Fraud in Chandrakona) ৷ এমনকি প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করছিলেন ৷ যা নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল ৷ এদিনও ওই রেশন ডিলার একই কাজ করলে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন ৷ তখন বেশ কয়েকজন গ্রাহক পাশেই বান্দিপুর 2নং গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে যান ৷ গ্রাহকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানাতে সেই সময় অভিযুক্ত রেশন ডিলার এবং তাঁর ভাইও সেখানে যান ৷ তাঁরা সেখানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ খবর পেয়ে চন্দ্রকোনা 2নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপিত হীরালাল ঘোষ সেখানে যান ৷

আরও পড়ুন : Ration Smuggling : কাকদ্বীপে রেশন সামগ্রী পাচারের অভিযোগে গ্রেফতার 3

গ্রাহক এবং ডিলারের মধ্যে কথা কাটাকাটি হয় ৷ তর্কাতর্কির মাঝেই ক্ষুব্ধ গ্রাহকরা রেশন ডিলার এবং তাঁর ভাইয়ের মুখে কালি লাগিয়ে দেন বলে অভিযোগ ৷ এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷ রেশন ডিলার এবং তাঁর ভাইকে উদ্ধার করে পুলিশ ৷ রেশন ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগের কথা স্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ ৷

তিনি জানিয়েছেন, ব্লক খাদ্য দফতরের তরফে যে তথ্য পাওয়া গেছে, তাতে জিআরএর যে সামগ্রী তোলা হয়েছে, তা পুরো বিলি করা হয়নি ৷ রেশন ডিলারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details