পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Faith in Artificial Flowers: আসলের চেয়ে নকলে বেশি আস্থা, বাজারে রমরমা কৃত্রিম ফুলের - পশ্চিম মেদিনীপুরের খবর

আসলের চেয়ে নকলে (Faith in Artificial Flowers) বেশি আস্থা ক্রেতা ও বিক্রেতাদের ৷ জঙ্গলমহলের বাজারে রমরমা কৃত্রিম ফুলের ৷ আসল ফুলের থেকে কৃত্রিম ফুলের বিক্রিই বেশি বিয়ের মরশুমে ৷

Customers have more faith in artificial flowers than original ones
আসলের চেয়ে নকলে বেশি আস্থা, বাজারে রমরমা কৃত্রিম ফুলের

By

Published : Nov 28, 2022, 6:03 PM IST

মেদিনীপুর, 28 নভেম্বর: আর প্রকৃতিগত সতেজ ফুল নয়, এ বার আর্টিফিশিয়াল (Faith in Artificial Flowers) ফুলেই মন মজেছে জঙ্গলমহলের মানুষের । বিয়ে বাড়ি, জন্মদিন-সহ যাবতীয় অনুষ্ঠান বাড়ির মণ্ডপ এখন সেজে উঠছে কৃত্রিম ফুলে ৷ দামে কম হওয়ার পাশাপাশি স্থায়িত্বের কারণেও কৃত্রিম ফুলে বেশি ভরসা রাখছেন বলে জানালেন ব্যবসায়ী ও ক্রেতারা ।

এখন চলছে বিয়ে বাড়ির মরশুম ৷ আর বিয়ে বাড়ি মানেই ফুলের কাজ, ফুলের বাহার । শুধু বিয়ে বাড়িই নয়, জন্মদিন, অন্নপ্রাশন-সহ সব অনুষ্ঠানেই সাজানোর জন্য আবশ্যিক উপাদান হল ফুল ৷ তবে সময় বদলেছে ৷ এখন টাটকা সতেজ ফুলের থেকেও কৃত্রিম ফুলের ব্যবহারই বেশি চোখে পড়ছে ৷ শহর ও জেলা জুড়ে বেড়েছে প্লাস্টিকের ফুলের দাপট ।

যে কোনও উৎসব অনুষ্ঠানে এই আর্টিফিশিয়াল ফুলেরই কাজ করছেন শিল্পীরা । ব্যবসায়ীদের বক্তব্য, এই কৃত্রিম ফুলের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে । প্রথমত সারা বছর এই ফুল পাওয়া যায় । এই ফুলে সহজে পচন ধরে না, অনেক বেশি স্থায়ী । এই ফুল দিয়ে সাজাতে সময় কম লাগে । এছাড়াও প্রকৃতিগত ফুলের থেকে এর দামও তুলনামূলক ভাবে কম ।

প্রকৃতিগত ফুলের সঙ্গে পাল্লা দিয়ে কৃত্রিম ফুলও নানা রকমের মিলছে ৷ দেখা মিলছে লিলি, গোলাপ, রজনীগন্ধা, সূর্যমুখী থেকে নানা ভিনদেশীয় ফুলের বাহার । তাই ক্রেতারাও পছন্দ করছেন এই ফুল ৷ কারণ প্রকৃতিগত ফুল দিয়ে মণ্ডপ সকাল থেকে সাজিয়ে রাখলে সন্ধেবেলায় একপ্রকার নষ্ট হয়ে যায় । কিন্তু আর্টিফিশিয়াল ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে ৷ তাই এখন জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে কৃত্রিম ফুলেরই রমরমা । ঘাটাল, দাসপুর থেকে শুরু করে গড়বেতা, শালবনী, ফুলের বাজার হিসেবে পরিচিত ডেবরা, সবং-এর পাশাপাশি মেদিনীপুর ও খড়গপুরেও জমে উঠেছে প্লাস্টিকের ফুলের বাজার ৷

আরও পড়ুন:ফুলের বাজার খুললেও নেই ক্রেতা, সমস্যায় বিক্রেতারা

এ বিষয়ে স্থানীয় ইভেন্ট ম্যানেজার অনয় মাইতি, ফুল ব্যবসায়ী তপন দত্ত ও কমল দাসরা বললেন, "প্রকৃতিগত ফুলের থেকে প্লাস্টিকের ফুলের সুবিধা বেশি । কারণ সারা বছর পাওয়া যায় ৷ আর এটি নষ্টও কম হয় ৷ এই ফুল দামেও কম এবং এগুলি দিয়ে ক্রেতাদের খুশি করা সহজ । সেই জন্যই প্রকৃতিগত ফুলের থেকে কৃত্রিম ফুলের উপরই বেশি জোর দিয়েছি । যদিও প্রকৃতিগত ফুলের চাহিদাও বাজারে রয়েছে । তবে সারা বছর যেহেতু পাওয়া যায় না, তাই কৃত্রিম ফুলের চাহিদাই বেশি ৷"

আসলের চেয়ে নকলে বেশি আস্থা, বাজারে রমরমা কৃত্রিম ফুলের

কৃত্রিম ফুলে খুশি ক্রেতারাও ৷ তাঁরা জানালেন, "আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করলে নষ্ট হওয়ার কোনও ভয় নেই । নেই না পাওয়ার অনিশ্চয়তা । তাই ফুলই আমাদের এখন বেশি কাজে লাগে ৷ যদিও প্রকৃতিগত ফুলও আমরা চাই ব্যবসায়ীদের কাছে ৷ সেটি দিয়ে সাজানোর পাশাপাশি অতিথি অভ্যর্থনার ক্ষেত্রে সতেজ ফুলের জুড়ি নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details