পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভূমিকম্প নয়, এ যে ধস ! - land slide

ঘাটাল চন্দ্রকোনা 4 নম্বর রাজ্য সড়কে ফাটল ধরার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল বড়সড় ধস। এলাকাবাসীদের দাবি, নিম্নমানের মাল দিয়ে কাজ করার জন্যই কিছুমাসের মধ্যে এমন ঘটনা ঘটল।

রাজ্য সড়কে ফাটল

By

Published : Apr 15, 2019, 8:13 PM IST

Updated : Apr 15, 2019, 8:26 PM IST

ঘাটাল, 15 এপ্রিল : ঘাটাল-চন্দ্রকোনা 4 নম্বর রাজ্য সড়কে ফাটল ধরার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল বড়সড় ধস। ঘটনাটি ঘাটালের জলসরা এলাকার। খবর পেয়ে পূর্ত দপ্তরের আধিকারিক ও ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়।

আজ সকালে পথ চলতি মানুষ দেখতে পান রাজ্য সড়কে ফাটল ধরেছে। তার কিছুক্ষণের মধ্যেই কয়েকটি পণ্য বোঝাই গাড়ি যাওয়ার ফলেই রাস্তার উপর দেখা যায় ধস।

দেখুন ভিডিয়ো

এলাকাবাসীর দাবি, মাস কয়েক আগেই রাস্তাটি কয়েক কোটি টাকা দিয়ে মেরামত করা হয়। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছিল। তাই রাস্তাটি মেরামত করা হলেও তা বেহাল হয়ে পড়ে।

পাশাপাশি তারা আরও দাবি করে, রাস্তার পাশে একটি পুকুর খোঁড়ার কাজ চলছে। গার্ডওয়াল দিয়ে জল খালি করার জন্যই মাটি আলগা হয়ে এরকম ঘটনা ঘটেছে।

পথচলতি মানুষজন আবার ভেবে বসেন, ভূমিকম্পের জেরে রাস্তায় ফাটল ধরেছে। পরে জানতে পারেন এটা ভূমিকম্প নয়। ধস।

রাস্তায় ধস নামায় একদিক দিয়ে যানবাহন চলাচল করছে। ঘটনাস্থানে ট্র্যাফিকের ব্যবস্থা করা হয়েছে।

Last Updated : Apr 15, 2019, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details