ঘাটাল, 15 এপ্রিল : ঘাটাল-চন্দ্রকোনা 4 নম্বর রাজ্য সড়কে ফাটল ধরার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল বড়সড় ধস। ঘটনাটি ঘাটালের জলসরা এলাকার। খবর পেয়ে পূর্ত দপ্তরের আধিকারিক ও ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়।
আজ সকালে পথ চলতি মানুষ দেখতে পান রাজ্য সড়কে ফাটল ধরেছে। তার কিছুক্ষণের মধ্যেই কয়েকটি পণ্য বোঝাই গাড়ি যাওয়ার ফলেই রাস্তার উপর দেখা যায় ধস।
এলাকাবাসীর দাবি, মাস কয়েক আগেই রাস্তাটি কয়েক কোটি টাকা দিয়ে মেরামত করা হয়। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছিল। তাই রাস্তাটি মেরামত করা হলেও তা বেহাল হয়ে পড়ে।