পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Benachapra Skeleton Case: কেশপুরে সিপিএম নেই, হুমকি দেবে কে ? জবাব সুশান্তর - Benachapra Skeleton Case

পঞ্চায়েত ভোটের আগে হঠাৎ উঠে এল বেনাচাপড়া কঙ্কালকাণ্ড ৷ এই কাণ্ডের মামলায় প্রধান সাক্ষীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বামেদের বিরুদ্ধে ৷ অথচ প্রবীণ বামনেতা সুশান্ত ঘোষের দাবি এটা ভিত্তিহীন (CPM Leader Sushanta Ghosh over allegation)৷

CPM Leader Sushanta Ghosh
সুশান্ত ঘোষ

By

Published : Feb 24, 2023, 7:55 PM IST

বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে সিপিএমের বিরুদ্ধে সাক্ষীকে হুমকির অভিযোগ

মেদিনীপুর, 24 ফেব্রুয়ারি: পঞ্চায়েত ভোটের আগে ফের তরতাজা হল বেনাচাপড়া কঙ্কালকাণ্ড ৷ এই ঘটনায় প্রধান অভিযুক্ত সুশান্ত ঘোষের দলবল ও কর্মীদের বিরুদ্ধে অভিযোগকারীকে ফোনে হুমকি ও সাক্ষ্য না-দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও অভিযোগকারী শ্যামল আচার্যের মন্তব্যের জবাবে কড়া মন্তব্য করলেন সিপিএমের প্রবীণ দাপুটে নেতা ৷ তিনি জানালেন, বিষয়টি বিচারাধীন এবং আদালতের উপর তাঁর ভরসা আছে ৷ উল্লেখ্য, শ্যামল আচার্য তৃণমূলের জেলা সাংগঠনিক সহ-সভাপতি ৷

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন এগিয়ে আসছে ৷ তার আগে খানিকটা যেন মাটি খুঁড়েই বের করে আনা হল বেনাচাপড়া কঙ্কালকাণ্ড ৷ এই কাণ্ডের সাক্ষীকে প্রাণনাশের হুমকিতে দেওয়ার অভিযোগে নাম জড়ালো সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষের ৷ যদিও প্রবীণ বাম নেতার বক্তব্য, "শাসকদলের নেতারা পাগল ছাগলের মতন বকে বেড়াচ্ছে ৷" এর উত্তর তিনি আদালতেই দেবেন ।

প্রসঙ্গত, সম্প্রতি গড়বেতার বেনাচাপড়া নরকঙ্কাল মামলায় মূল সাক্ষী এবং অন্যতম অভিযোগকারী শ্যামল আচার্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে ৷ একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মামলার অভিযোগকারী শ্যামল আচার্য ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "এই ঘটনায় অভিযুক্তরা ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে ৷ সাক্ষীর জায়গা থেকে সরে যেতে বলছে ৷" তাই তিনি পুলিশ প্রশাসন ও আইনের দ্বারস্থ হয়েছেন ৷ এতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন: ‘মমতা ভয়ঙ্করী এবং সর্বনাশী’, মুখ্যমন্ত্রীকে নিশানা সুশান্তর

উল্লেখ্য, বাম জমানায় শ্রম দফতরের প্রতিমন্ত্রী ও পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন সুশান্ত ঘোষ ৷ বরাবরই বিতর্কের শীর্ষে ছিলেন তিনি ৷ 2011 সালে বাম জমানার পতন হয় ৷ সেই বছরেও গড়বেতা থেকে জয়ী হয়েছিলেন সুশান্ত ঘোষ ৷ তবে ওই বছরেই তৃণমূল ক্ষমতায় আসার পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে তাঁর নাম উঠে আসে । জেলে যেতে হয় তাঁকে ৷ জেল থেকে বেরনোর পরও দীর্ঘসময় তিনি জেলায় ঢুকতে পারেননি ৷ পরে তিনি জেলায় ফিরে ভোটেও দাঁড়িয়েছিলেন ৷ কিন্তু সেবার হেরে যান ৷ তবে সুশান্ত ঘোষের উপর পার্টি ভরসা রাখে এবং তাঁকে জেলা সম্পাদক করা হয় ৷

সম্প্রতি আবার পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার বিভিন্ন জায়গায় ঘুরে দাঁড়াচ্ছে বামেরা ৷ মিটিং মিছিলের সঙ্গে বৈঠক হচ্ছে ৷ খুলছে পার্টি অফিস ৷ আর এইসব বড় বড় মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এই বাম নেতা ৷ এদিন সুশান্ত ঘোষ বলেন, "11 বছর পর চার্জ গঠন হয়েছে এবং তার ডেট পড়েছে মার্চ মাসে ৷ কিন্তু তার আগেই এই পঞ্চায়েত ভোটে কর্মীদের মনোবল ভেঙে দিতে এবং তাঁকে হেনস্থা করতে পাগল ছাগলের মতন বকে বেড়াচ্ছে শাসক দল এবং এই কঙ্কালকাণ্ডের প্রধান সাক্ষী ৷" যিনি এলাকার সহ-সভাপতি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ তিনি আরও বলেন, "আমরা এর উত্তর আদালতেই দেব । বিচার ব্যবস্থার প্রতি আমাদের পুরো আস্থা রয়েছে ।"

সূত্র অনুযায়ী বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে চার্জ গঠন হয়েছে আদালতে ৷ প্রাক্তনমন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক সুশান্ত ঘোষ-সহ 45 জনের বিরুদ্ধে কলকাতার বিধাননগরে এমপি, এমএলএ কোর্টে চার্জ গঠন হয়েছে । আগামী 10 মার্চ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ।

আরও পড়ুন: এক যুগ পর নেতাই গণহত্যায় তিন অভিযুক্তের মুক্তি ! ফুল দিয়ে বরণ বামেদের

ABOUT THE AUTHOR

...view details