খড়গপুর, 18জুন : 100 ছুঁই ছুঁই পেট্রোলের দাম, পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও । ফলে নিত্য নৈমিত্তিক জিনিসের দাম এখন আকাশছোঁয়া । পেট্রোপণ্যের দামের বিরুদ্ধে প্রতিবাদ জানাল খড়গপুরের বামেরা । পোড়ানো হল বাইক ।
পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাইক পোড়াল বামেরা - burned bikes
কার্যত লকডাউনের জেরে মধ্যবিত্ত ও দিন আনা দিন খাওয়া পরিবারগুলির কোমর ভেঙে গিয়েছে । তার মধ্যে দিন দিন বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম । দাম বৃদ্ধির বিরুদ্ধে বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ বাম কর্মী-সমর্থকদের ।
পুলিশ ফাঁড়ির বাইরে বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ বাম কর্মী-সমর্থকদের । পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দাম বাড়ছে সরষের তেল, ডাল, পস্ত, জিরা, হলুদ লঙ্কা-সহ যাবতীয় দ্রব্যের । বাড়ছে ওষুধ, মিষ্টি, দুধের দামও । তেলের দাম 100 পার করলে আরও বৃদ্ধি পাবে সমস্ত জিনিসের দাম । তাই প্রতিবাদে নামলেন বাম কর্মী-সমর্থকরা ।
বামেদের বিক্ষোভের জেরে যানজট লেগে যায় এলাকায় । বামেদের দাবি, পেট্রোপণ্য-সহ যাবতীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে অবিলম্বে লাগাম টানতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারকে ।