পশ্চিম মেদিনীপুর, 11 জুন : বিপর্যয়ের জেরে সিপিআইএম’র দলীয় কার্যালয়ের জন্য নেওয়া জমি বিক্রি করতে বাধ্য হল পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব । প্রায় সাড়ে ছয় কোটি টাকায় 9 কাঠা ওই জমি স্থানীয় এক প্রোমোটারের কাছে বিক্রি করা হয়েছে ৷ যদিও সিপিআইএম’র জেলা নেতৃত্বের দাবি পুরনো দলীয় কার্যালয়ের মেরামত-সহ নেতা কর্মীদের সাহায্য করার জন্যই রাজ্য নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে ।
2011 সালে রাজ্যে তৃণমূলের কাছে হেরে ক্ষমতা চ্যূত হয়েছিল বামেরা । যদিও, ভাবনা ছিল ক্ষমতায় ফিরে এসে পুনরায় আরও শক্তিশালী করা বামফ্রন্টকে ৷ কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দিয়ে বিপর্যয় ঘটে বামেদের এবং পরাজিত হয় পরবর্তীকালেও । 2016 সালে হাতেগোনা কয়েকটি আসন পেয়েছিল বামেরা ৷ কিন্তু, 2021 বিধানসভা নির্বাচনে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সিপিআইএম তথা বামেরা ৷ কংগ্রেস ও আইএসএফ-কে সঙ্গে নিয়ে রাজ্যের সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানতে চেয়েছিল সিপিআইএম সহ অন্যান্য বাম দলগুলি ৷ কিন্তু, বাংলার মানুষ সেই জোটে বিশ্বাস রাখেনি ৷
প্রসঙ্গত, 2011 সালের পর থেকে পশ্চিম মেদিনীপুরে বহু সিপিআইএম নেতার বিরুদ্ধে মামলা চলছে ৷ তা সে জেলার আদালতে হোক বা হাইকোর্টে ৷ সেই মামলাগুলি চালানোর জন্য সম্পূর্ণ ব্যয় বহন করতে হচ্ছে জেলা নেতৃত্বকে ৷ যার জেরে জেলা নেতৃত্বের ভাঁড়ার কার্যত শূন্য ৷ তাই এবার পরিস্থিতি সামাল দিয়ে নতুন দলীয় কার্যালয়ের জন্য কেনা জমি বিক্রি করে দিল পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম নেতৃত্ব ৷