খড়গপুর, 18 জুলাই : পেট্রল ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কখনও গরুর গাড়িতে চড়ে প্রতিবাদ, কখনও বা অন্য কোনও উপায়ে ৷ সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইরকম ছবি প্রকাশ্যে এসেছে ৷ আর এবার মোদির কুশপুতুলে জুতোর মালা পরিয়ে গরুর গাড়িতে চড়িয়ে ঘোরানো হল খড়গপুরে ৷ প্রায় এক কিলোমিটার পথ ধরে চলে এই প্রতিবাদ ৷ সৌজন্যে বাম শ্রমিক সংগঠন এআইটিইউসি ৷ শুধু তাই নয়, এরপর এক পেট্রল পাম্পের সামনে গিয়েও বিক্ষোভ দেখানো হয় ৷ সেখানে এক হোর্ডিংয়ে কালো কালি লেপে দেওয়া হয় নরেন্দ্র মোদির মুখে ৷
ক্রমবর্ধমান পেট্রল-ডিজ়েলের দাম ৷ সেঞ্চুরি পার করেও স্বস্তি নেই, আরও মহার্ঘ্য হচ্ছে পেট্রল ৷ স্বাভাবিকভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরেও ৷ চাল, ডাল, পোস্তু, তেল-মশলা এবং সঙ্গে শাক-সবজিসহ মাছ, মাংসের দাম আকাশছোঁয়া । নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের ৷ প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বাম-ডান উভয়পক্ষই । আজ সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি, ছাত্র সংগঠন এআইএসএফ ও যুব সংগঠন এআইওয়াইএফের কর্মীরা প্রতিবাদে পথে নামেন ।