পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইআইটি খড়গপুরের কোভিব়্যাপ, মাত্র 45 মিনিটেই কোভিড পরীক্ষার নিখুঁত ফল - কোভিড-19

কোভিড পরীক্ষার রিপোর্ট মিলবে মাত্র 45 মিনিটেই ৷ আইআইটি খড়্গপুরের গবেষণায় সাফল্য ৷ কোভিব়্যাপ নামে নতুন একটি যন্ত্র তৈরি করলেন সেখানকার গবেষকরা ৷ সেই যন্ত্রই মাত্র 45 মিনিটে জানিয়ে দেবে সংশ্লিষ্ট ব্য়ক্তি কোভিড পজিটিভ না নেগেটিভ ৷ ইতিমধ্যেই মিলেছে যন্ত্রটি বাজারজাত করার অনুমতি ৷

wb_wmid_01_kgp_iit_corona_kit_vis_7204519
মাত্র 45 মিনিটেই কোভিড পরীক্ষার নিখুঁত ফল দেবে কোভিব়্যাপ

By

Published : Apr 24, 2021, 2:37 PM IST

খড়্গপুর, 24 এপ্রিল : কোভিডের দ্বিতীয় ঢেউয়ে গোটা বিশ্বের সঙ্গে বেসামাল ভারতও ৷ দিল্লি, মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাতের মতো একাধিক রাজ্যের অবস্থা শোচনীয় ৷ সঙ্কট দেখা দিয়েছে মেডিক্য়াল অক্সিজেনের ভাঁড়ারে ৷ এমন একটা দুঃসময়েই সুখবর শোনাল খড়গপুর আইআইটি ৷ 45 মিনিটেই কোভিড পরীক্ষার ফলাফল জানার উপায় বের করলেন সেখানকার গবেষকরা ৷ তাঁদের তৈরি সেই যন্ত্রের নাম ‘কোভিব়্যাপ’ ৷

মাত্র 45 মিনিটেই পাওয়া যাবে কোভিড পরীক্ষার ফলাফল ৷ সংশ্লিষ্ট ব্যক্তি কোভিড ‘পজিটিভ’ না ‘নেগেটিভ’, তা জানিয়ে দেবে ‘কোভির‍্যাপ’ ৷ প্রথম দফার তুলনায় আরও ভয়াবহভাবে হামলা শুরু করেছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ দেশে প্রতিদিন লাখ লাখ মানুষ কোভিড পরীক্ষা করাচ্ছেন ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে তিন লাখের গণ্ডি ৷ এ রাজ্যেও হাজার হাজার মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন প্রতিদিন ৷

আইআইটি খড়্গপুরের তৈরি কোভিব়্যাপ ৷

এই পরিস্থিতিতে রোগ নির্ণয়ে আরটি-পিসিআর এবং র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাই বড় ভরসা চিকিৎসকদের ৷ যদিও র‍্যাপিড অ্যান্টিজেনে অনেক সময় নেগেটিভ রিপোর্ট এলেও আরটি-পিসিআরে তা পজিটিভ হয়ে যাচ্ছে ৷ অপরদিকে, আরটি-পিসিআরের রিপোর্ট আসতে 24 থেকে 48 ঘণ্টা সময় লাগছে ৷ সর্বোপরি, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি গবেষণাগারে আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে ৷ যার জেরে চাপ বাড়ছে সংশ্লিষ্ট গবেষণাগারগুলিতে ৷ পরিস্থিতি সামলাতে রীতিমতো নাকানিচোবানি খাচ্ছেন সেখানকার কর্মীরা ৷

এই প্রেক্ষাপটে মাত্র 45 মিনিটে কোভিড পরীক্ষার ফলাফল জানা যাবে, এমন যন্ত্র আবিষ্কার করল আইআইটি খড়্গপুর ৷ আইআইটি সূত্রে জানা গিয়েছে, দ্রুত এবং কম খরচে করোনার ‘রাইবো নিউক্লিক অ্যাসিড’ (আরএনএ) পরীক্ষার নিখুঁত রিপোর্ট পাওয়া যাবে এই কোভির‍্যাপের মাধ্যমে ৷ ইতিমধ্যেই এই যন্ত্র বাজারজাত করার অনুমোদন পেয়ে গিয়েছে আইআইটি কর্তৃপক্ষ ৷

প্রসঙ্গত, করোনার প্রথম পর্যায়ের পরই দ্রুতগতিতে এবং কম খরচে করোনা পরীক্ষা করার বা আরএনএ পরীক্ষার মাধ্যমে রিপোর্ট পাওয়ার গবেষণা চালিয়ে যাচ্ছিল আইআইটি খড়্গপুর ৷ এই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন‌ চক্রবর্তী ও বায়ো-সায়েন্সের অধ্যাপক অরিন্দম মণ্ডলের নেতৃত্বে চলছিল এর গবেষণা। তাঁদের দাবি, বর্তমানে করোনা পরীক্ষার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তা হয় ব্যয়বহুল, আর না হয় সময়সাপেক্ষ ৷ এর জন্য প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো ও দক্ষ কর্মী ৷ তাই গবেষণা চালান হচ্ছিল, কীভাবে সহজে ও স্বল্প খরচে নিখুঁত রিপোর্ট পাওয়া যায় তা নিয়ে ৷ সাফল্য এসেছিল 2020 সালের জুলাই মাসেই । তবে নানা পরীক্ষা-নিরীক্ষার পর তা বাজারজাত করার ছাড়পত্র মিলল গত 21 এপ্রিল।

আরও পড়ুন :অক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে রেয়াত নয়, জানাল দিল্লি হাইকোর্ট

উল্লেখ্য, দিন কয়েক আগেই আমেরিকার একটি সংস্থাকে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে এই প্রযুক্তি দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুরের তরফে ৷ তারা এবার এই যন্ত্র বাজারজাত করবে ৷ অন্যদিকে রাজধানী দিল্লির একটি সংস্থাকেও এই প্রযুক্তি দেওয়া হয়েছে ৷ কাজেই খুব তাড়াতাড়ি এ দেশের বাজারেও এসে যাবে কোভির‍্যাপ ৷

এই বিষয়ে আইআইটি খড়্গপুরের অধিকর্তা ড. ভিকে তেওয়ারি বলেন, একটা অত্যন্ত কঠিন সময় এই যন্ত্র বাজারে আসতে চলেছে ৷ স্বল্প মূল্যেই ভারতীয় বাজারে কোভিব়্যাপ পাওয়া যাবে ৷ এই যন্ত্রের দাম 5 থেকে 10 হাজার টাকার মধ্যে রাখা হবে ৷ প্রতিবার ব্যবহৃত কিটের দাম হবে 150 টাকার থেকেও কম ৷ অথচ আরএনএ-র মাধ্যমেই যে আরটি-পিসিআর পরীক্ষা করা হয়, সেই মেশিনের দাম প্রায় 50 লাখ টাকা ৷ অধ্যাপক সুমন‌ চক্রবর্তী জানিয়েছেন, এই যন্ত্রের মাধ্যমে মাত্র 45 মিনিটেই নিখুঁত ফলাফল পাওয়া যাবে।

ABOUT THE AUTHOR

...view details