চন্দ্রকোনা, 15 এপ্রিল: ফের করোনার থাবা জঙ্গলমহল-সহ পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে ৷ আর তাই সংক্রমণ ঠেকাতে সচেতনতার জন্য মাইকিংয়ে প্রচার চালাচ্ছে স্বাস্থ্য দফতর ৷ পৌরসভার ব্লকে ব্লকে শহরে শহরে চলছে মাইকিং-এ প্রচার ।
ফের বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা । তাই গোটা রাজ্য ও দেশজুড়ে জারি হয়েছে সর্তকতা । প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ । করোনা আক্রান্তের সংখ্যা শুধু দেশে নয়, জেলায় এবং জঙ্গলমহলে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । গত বছর মার্চ মাসে লকডাউনের পর করোনা সংক্রমণ ঠেকাতে দ্বৈত ভূমিকা পালন করেছিল রাজ্য ও কেন্দ্র সরকার । সেই ভূমিকার জন্যই করোনা সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছিল সরকার । একসময়ে করোনা রোগীদের চিকিত্সার জন্য কোভিড হাসপাতালের পাশাপাশি রাতারাতি খুলে ফেলা হয়েছিল বিভিন্ন কোয়ারান্টিন সেন্টার এবং সেফ জোন । রাতারাতি সংক্রমণের সংখ্যা বাড়তে থাকে জঙ্গলমহলে ৷ প্রচুর পরিমাণে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় লকডাউন ঘোষণা করে পুলিশ প্রশাসন ।
রাস্তায় বেরোনো নিষিদ্ধ করার পাশাপাশি নানা বিধি নিষেধ চালু হয় । বাইরে বেরোনোর ক্ষেত্রে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশিকা জারি হয় । তবে সংক্রমণ কমে আয়ায় জঙ্গলমহলে ধীরে ধীরে তুলে ফেলা হয় সমস্ত কোভিড হাসপাতাল, তুলে ফেলা হয় কোয়ারান্টিন সেন্টার ৷ তবে বর্তমানে ফের বাড়ছে করোনার সংক্রমণ । করোনার মোকাবিলায় মেদিনীপুরে কেশপুর, গড়বেতা, ঘাটাল-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নতুন করে মাইকিং-এ প্রচার । জেলার পাশাপাশি করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতনতায় মাইকিং প্রচার চালাচ্ছে চন্দ্রকোনা থানার পুলিশ । বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পক্ষ থেকে চন্দ্রকোনা থানা এলাকা জুড়ে শুরু হয় পুলিশের তরফে মাইকিং প্রচার ।