পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attempt to murder of Wife : স্ত্রী'কে খুনের চেষ্টা, সাজা ঘোষণা করল আদালত - court sentence attempt to murder of wife case at chandrakona

গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগে স্বামীকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল ঘাটাল মহকুমা আদালত (Court Verdict Attempt Wife Murder) ৷ সোমবার সাজা ঘোষণা করা হয় ৷ 1 হাজার টাকা জরিমানাও করা হয় ৷

Court Verdict Attempt Wife Murder
স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা সাজা ঘোষণা করল আদালত

By

Published : Mar 15, 2022, 10:19 AM IST

চন্দ্রকোনা, 15 মার্চ: 6 বছর পর অবশেষে শাস্তি ঘোষণা করল আদালত ৷ আর নির্যাতিতা পেল তাঁর লড়াইয়ের পারিশ্রমিক (Court Verdict Attempt Wife Murder)। পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল ঘাটাল মহকুমা আদালত ৷ স্ত্রী'কে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে খুন করার চেষ্টা করে অভিযুক্ত স্বামী।

2016 সালের 8 অক্টোবর চন্দ্রকোনার কামারবান্দি গ্রামে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছিল গৃহবধূর স্বামী মদন টুডু। দীর্ঘ 6 বছর পর ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি শোনাল ঘাটাল মহকুমা আদালত। প্রসঙ্গত, ঘুমন্ত অবস্থায় ছুরির আঘাত পেয়ে চিৎকার করে ওঠেন মদন টুডুর স্ত্রী ফুলমনি টুডু। দিদির চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে এসে দিদিকে উদ্ধার করেন মদনের শ্যালক। আশঙ্কাজনক অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হন তিনি ৷ চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ভারতীয় দণ্ডবিধির 498 ও 307 ধারায় মামলা রুজু করে পুলিশ। দীর্ঘ সওয়াল জবাবের পর সোমবার সাজা ঘোষণা করে ঘাটাল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা।

আরও পড়ুন: গৃহবধূ খুনে স্বামী-সহ মামা শ্বশুরের যাবজ্জীবন সাজার রায় দিল আদালত

সূত্রের খবর, স্ত্রী'কে খুনের চেষ্টার মামলায় অভিযুক্তকে 5 বছর সশ্রম কারাদণ্ড ও 1000 টাকা জরিমানার সাজা ঘোষণা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের সাজাও শোনানো হয়।

ABOUT THE AUTHOR

...view details