দাসপুর, 27 জুলাই : দীর্ঘদিন বন্ধ পড়ে থাকার পর ফের ব্যবহারের অনুমতি পাওয়া গেল বিডিও কোয়ার্টার ৷ বছর তেরো আগে ওই কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তৎকালীন বিডিওকে ৷ তারপর থেকে বন্ধই পড়েছিল কোয়ার্টারটি ৷ এবার আদালত সেটি পুনরায় ব্যবহারের অনুমতি দেয় ৷ এতদিন বন্ধ পড়ে থাকায় রক্ষণাবেক্ষণ হয়নি কোনও ৷ তাই সেটি পুনর্নির্মাণ করে ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে জানান পঞ্চায়েত আধিকারিকরা ।
2008 সালের 8 এপ্রিল দাসপুর-2 ব্লকের তৎকালীন বিডিও কল্লোলকুমার সুরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বিডিওর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল । তৎকালীন বিরোধী তৃণমূল সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছিল । শুরু হয় মামলা ৷ সিল করে দেওয়া হয়েছিল কোয়ার্টারটি । দীর্ঘ টালবাহানার পর সোমবার কোর্টের নির্দেশে পুনরায় খুলে দেওয়া হল কোয়ার্টারটি ।