পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা সচেতনতায় পথচলতি মানুষদের স্যানিটাইজার বিলি জেলা প্রশাসনের - পথচলতি মানুষদের স্যানিটাইজার বিলি জেলা প্রশাসনের

কোরোনা সচেতনতায় স্যানিটাইজার বিলি করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ।

ছবি
ছবি

By

Published : Mar 17, 2020, 1:10 PM IST

Updated : Mar 17, 2020, 2:41 PM IST

মেদিনীপুর, 17 মার্চ : কোরোনা সচেতনতায় পথচলতি মানুষ ও কালেক্টরেট অফিসের কর্মীদের মধ্যে স্যানিটাইজার বিলি করা হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে । কীভাবে হাত ধুতে হবে ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে, পথেই গাড়ি-বাইক থামিয়ে তা দেখিয়ে দেওয়া হল ।

গতকালই 15 এপ্রিল পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে । ছুটি ঘোষণা হয়েছে কোর্টেও । তবে এখনও চলছে জেলা কালেক্টরেটের অফিস । কোরোনা সংক্রমণ প্রতিরোধে নানা কর্মসূচি পরিকল্পনায় কাজ করছেন কালেক্টরেট অফিসের কর্মীরা । দফায় দফায় আমলাদের নিয়ে বৈঠক করেছেন জেলাশাসক । এবার নতুন পদক্ষেপ করা হল জেলা প্রশাসনের তরফে । পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশে জেলা কালেক্টর অফিসে যাতায়াতকারী মানুষজন, পথচলতি মানুষ সহ অফিসারদের মধ্যেও বিলি করা হল স্যানিটাইজার । পাশাপাশি হাত ধোয়ার পরামর্শও দেওয়া হল ।

স্যানিটাইজার বিলি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে

জেলা প্রশাসনের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষরাও। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা ।

Last Updated : Mar 17, 2020, 2:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details