মেদিনীপুর, 13 মার্চ : প্রত্যেক বিয়েবাড়ির মতো তাঁদের প্রীতিভোজের মেনুকার্ডেও ছিল লোভনীয় খাবার-দাবারের নাম ৷ কিন্তু নজর কাড়ল মেনুকার্ডে থাকা একটি নির্দেশিকা ৷ কী সেই নির্দেশিকা ?
কোরোনা সতর্কতা প্রীতিভোজের মেনুকার্ডে - corona virus
বিয়ের প্রীতিভোজের মেনুকার্ডে কোরোনার সতর্কতাবলি ৷ WHO-এর নির্দেশিকা অনুযায়ী কোরোনা প্রতিরোধের নির্দেশাবলি মেনুকার্ডে ছাপিয়ে তা দেওয়া হল আগত অতিথিদের ৷
দেশে ভয়াবহ আকার নিয়েছে কোরোনা ভাইরাস ৷ বিশ্বে মৃত্যু চার হাজারের কোটা ছাড়িয়েছে ৷ ভারতেও ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে কোরোনায় ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে শুরু করে প্রতিটি দেশের সরকারের তরফে কোনও বড় জমায়েতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে বারবার ৷ আর এরই মাঝে তাঁদের প্রীতিভোজের অনুষ্ঠান ৷ আসবেন প্রচুর লোক ৷ তাই কোরোনা নিয়ে প্রত্যেককে সতর্ক থাকার কথা আরও একবার মনে করিয়ে দিতে চেয়েছিলেন ৷ সেই মতো নিজেদের প্রীতিভোজের মেনুকার্ডের একদিকে দিলেন WHO-এর নির্দেশিকা ৷ 9 মার্চ (সোমবার) মেদিনীপুরের কুইকোটার বাসিন্দা পেশায় মেডিকেল রিপ্রেজ়েনটেটিভ নিলাম্বর চট্টোপাধ্যায়ের বিয়ে হয় একই এলাকার বাসিন্দা সুলগ্না বন্দ্য়োপাধ্যায়ের ৷ 11 মার্চ ছিল তাঁদের প্রীতিভোজের অনুষ্ঠান ৷ সেই প্রীতিভোজের মেনুকার্ডে WHO-এর নির্দেশিকা অনুযায়ী কোরোনা প্রতিরোধের নির্দেশাবলী ছাপিয়ে তা দেওয়া হল আগত অতিথিদের ৷
এই বিষয়ে নিলাম্বর চট্টোপাধ্যায় বলেন, "কোরোনা নিয়ে অনেক গুজব ছড়িয়েছে চারদিকে ৷ এই মুহূর্তে সবার সতর্ক থাকা প্রয়োজন ৷ তাই মেনুকার্ডে কোরোনা নিয়ে সতর্ক বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিই ৷ আশা করি এতে মানুষ কিছুটা হলেও সচেতন হতে পারবেন ৷" বিষয়টিকে সমর্থন করেছেন স্ত্রী সুলগ্না বন্দ্য়োপাধ্যায়ও ৷ তাঁর কথায় , "আমি এই উদ্যোগকে সমর্থন করেছি ৷ আশা করি এতে মানুষের উপকার হবে ৷"