মেদিনীপুর, 18 ডিসেম্বর: পুলিশ ও পৌরসভার উদ্যোগে মহরম শোভাযাত্রা সম্মান থেকে বাদ পড়েছে মেদিনীপুর মুসলিম কমিটি ৷ এই অভিযোগকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের জেলা রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক ৷ শনিবার এই অনুষ্ঠান বয়কট করে মুসলিম কমিটি ৷ তারা সাফ জানিয়ে দিয়েছে দান-খয়রাতি নিয়ে আর বাঁচতে চায় না । এই ঘটনায় বিরোধীদের পাশাপাশি ক্ষোভ খোদ শাসক দলেও (controversy sparks with Govt felicitation programme in Paschim Medinipur)।
শনিবার সন্ধ্যেবেলায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এবছরের দুর্গা পুজোর শ্রেষ্ঠ পুজো কমিটিকে শারদ সম্মান, কার্নিভালের সঙ্গে বিভিন্ন কাফেলা ও মুসলিম কমিটির সুষ্ঠুভাবে আখড়া পরিদর্শনকে মহরম শোভাযাত্রা সম্মানে ভূষিত করার একটি অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও মেদিনীপুর পৌরসভা (Govt felicitation programme in Paschim Medinipur) ।
কিন্তু মেদিনীপুর কলেজ মাঠে এই অনুষ্ঠান শুরুর আগেই বিতর্ক শুরু হয় এই অনুষ্ঠান ঘিরে । কারণ মুসলিম কমিটি অভিযোগ করে, তারা সুষ্ঠুভাবে মহরম পরিচালনা করলেও তারা এই অনুষ্ঠানে ডাক পায়নি । ডাক পায়নি মহরম কমিটির সম্মানেও । এরপরেই এই সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয় তারা এই অনুষ্ঠান বয়কট করছে । সংগঠনের অভিযোগ, মুসলিম কমিটি শহর এবং জেলাজুড়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে প্রশাসন ও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । তারা 24 ঘণ্টা দিনে রাতে কাজ করে শহরের নিরাপত্তার জন্য হাজির থাকে অথচ এই সম্মানে তারা কোনভাবেই ডাক পায়নি প্রশাসন অথবা পৌরসভা থেকে । তাই দান খয়রাতিতে তারা আর বাঁচতে চায় না ৷