কেশপুর, 11 জুলাই: মঙ্গলবার চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা ৷ এদিন গণনাপর্ব চলাকালীন গণনাকেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করে মেদিনীপুর কোর্টে চালান করল পুলিশ । কার্যত নজিরবিহীন এই ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের কেশপুর ৷ ধৃত কংগ্রেস প্রার্থীর নাম আব্দুল জব্বর মল্লিক ৷ তিনি কেশপুরের উচাহারের কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের 195 নং বুথের কংগ্রেস প্রার্থী ৷ পুলিশের দাবি, ভোটের দিন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধরের ঘটনায় তিনি অভিযুক্ত । যদিও আব্দুল জব্বর মল্লিক জানিয়েছেন, তিনি নিরপরাধ ৷ তাঁর দাবি, ভোটে তিনি জিতে গিয়েছেন ৷ পুলিশ তাঁকে গণনাকেন্দ্র থেকে উঠিয়ে নিয়ে এসেছে বেআইনিভাবে ।
এই গ্রেফতারি নিয়ে ক্ষোভ জন্মেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের মধ্যে ৷ তারা এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করছেন । এই প্রসঙ্গে স্থানীয় কংগ্রেস নেতা মহম্মদ সাইফুল বলেন, "এটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে । মনোনয়নের আগে এলাকায় মারধর করা হয়েছে শাসক দলের তরফ থেকে ৷ এখানে আমাদের জয় নিশ্চিত বলে, ভোটের দিন ভোট লুট করতে এসেছিল শাসক দলের দুষ্কৃতীরা, সে সময় গ্রামবাসীরা বাধা দেওয়ায় এবং আমাদের কর্মীরা বাধা দেওয়ায় আমাদেরকে মারধর করা হয় ৷ পুলিশ সেই মারধরের অভিযোগ আমাদের নেয়নি ৷ ওইদিন তৃণমূলের অঞ্চল সভাপতি ভোট লুট করতে এসে মার খায় গ্রামবাসীদের হাতে ।" প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস ৷