পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলবে মানুষের স্পর্শ ছাড়াই, বিশেষ ট্রলি তৈরি দাঁতনের শিক্ষকের - social distancing

সন্দীপ সিংহ দাঁতন হাইস্কুলের কম্পিউটার বিভাগের পার্শ্বশিক্ষক l  তিনি একটি ট্রলি তৈরি করেছেন । মানুষের সংস্পর্শ ছাড়াই এই ট্রলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব ।

trolley
trolley

By

Published : Jun 19, 2020, 5:01 AM IST

দাঁতন, 18 জুন : মোবাইল প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলন্ত ট্রলি বানালেন কম্পিউটার শিক্ষক l কোনও রিমোট নয়, শুধুমাত্র ফোন নম্বর ডায়াল করেই যে কোনও জায়গা থেকে চালনা করা যাবে ট্রলিটিকে l মানুষের সরাসরি স্পর্শ ছাড়া বিভিন্ন সামগ্রী ট্রলিতে চাপিয়ে পাঠানো সম্ভব হবে বলে জানান সন্দীপ সিংহ নামের এই শিক্ষক l

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় মূলত জোর দেওয়া হয়েছে সামাজিক দূরত্বকে l এই বিশেষ ট্রলিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক দূরত্বকেই l অর্থাৎ মানুষের কোনও স্পর্শ ছাড়াই চলবে এই ট্রলি । জলের বোতল, খাদ্য সামগ্রী এবং ওষুধ পৌঁছে দেওয়া যাবে সহজেই । আর মোবাইলের মাধ্যমেই এই ট্রলি চালনা করা সম্ভব ।

সন্দীপ সিংহ দাঁতন হাইস্কুলের কম্পিউটার বিভাগের পার্শ্বশিক্ষক l প্রথম থেকেই নেশা নতুন নতুন মডেল বানানো l বহুবার বিভিন্ন ধরনের মডেল বানিয়ে জিতেছেন পুরস্কার, কুড়িয়েছেন প্রশংসা l এইবার মোবাইল প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানালেন এই বিশেষ ট্রলি l

সন্দীপ জানান, ট্রলিটিতে সিমকার্ড সহ একটি মোবাইল ফোন যুক্ত করা রয়েছে l সেই মোবাইলে সংশ্লিষ্ট ফোন নম্বরে যে কোনও ফোন থেকে কল করে সংযোগ করলেই বিশেষ সংকেত গিয়ে পৌঁছবে ট্রলিটিতে l তারপর নিজের মোবাইলের বিভিন্ন বোতামে চাপ দিয়ে চালনা করা যাবে ট্রলিটিকে l এই পদ্ধতিতে মানুষের সরাসরি স্পর্শ ছাড়াই বিভিন্ন সামগ্রী ট্রলিটিতে চাপিয়ে পাঠানো সম্ভব হবে l

বিভিন্ন হাসপাতালে বা শপিং কমপ্লেক্সে কিংবা স্যানিটাইজ়েনের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে l কেন না যে কোনও ধরনের মোবাইল ফোন থেকে ট্রলিটিকে অপারেট করা সম্ভব l আগামীদিনে সরকারকে এই ধরনের মডেলকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন করেন সন্দীপ l

ABOUT THE AUTHOR

...view details