মেয়াদোত্তীর্ণ ওষুধে বাবার মৃত্যুর ঘটনার অভিযোগ নিল থানা মেদিনীপুর, 8 জানুয়ারি: অবশেষে জয় হল সৌমেন্দু দে'র। অভিযোগ নিতে বাধ্য হল পুলিশ প্রশাসন ৷ শুরু হল বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে আইনি মোতাবেক ব্যবস্থা নেওয়া । মেয়াদ উত্তীর্ণ ওষুধে বাবার মৃত্যুতে নার্সিংহোমের পাঁচজন ডিরেক্টর-এর বিরুদ্ধে অভিযোগ জমা করেছেন তিনি কোতোয়ালি থানায় । প্রসঙ্গত, সৌমেন্দুর বাবা প্রবোধচন্দ্র দে গত 2019 সালে কফ-কাশির সমস্যা নিয়ে মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ৷ সেখানে তাঁকে মেয়াদ উত্তীর্ণ ওষুধে দেওয়ার অভিযোগ ওঠে । এরপরই নার্সিংহোম তড়িঘড়ি ছুটি দিয়ে দেওয়ায় সৌমেন্দু বাড়ি ফিরেই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ করেন স্বাস্থ্য দফতরে । সেই ঘটনায় রাজ্য স্বাস্থ্য কমিশন ওই নার্সিংহোমকে 10 লক্ষ টাকা জরিমানা করে । জরিমানার টাকা সৌমেন্দু নিজে নিতে অস্বীকার করেন । তিনি দাবি করেন, অবিলম্বে শাস্তি দিতে হবে নার্সিংহোমকে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে হবে ।
পরবর্তীকালে জরিমানার 10 লক্ষ টাকা তিনি নেন ৷ তবে 5 লক্ষ টাকা দেওয়া হয় ঝাড়গ্রামের একলব্য স্কুলের উন্নয়নে ৷ আর বাকি 5 লক্ষ টাকার মধ্যে দিয়ে সৌমেন্দু কিছু টাকা অভিযুক্ত নার্সিংহোমকে বাবার চিকিৎসার বিল হিসাবে মেটান ৷ যে টাকা অবশিষ্ট ছিল তিনি বিভিন্ন অনাথ আশ্রমের উন্নয়নকল্পে ব্যবহার করেন বলে দাবি করেন । কিছুদিন পর আবার অসুস্থ হয়ে যান তাঁর বাবা ৷ তখন সৌমেন্দু অন্য এক চিকিৎসকের পরামর্শে পুনরায় চটজলটি ওই নার্সিংহোমেই ভর্তি করেন বাবাকে । কিন্তু সেই দিনই বাবার মৃত্যু হয় রাত্রিবেলায় (Death due to expired medicine) । এরপরেই সৌমেন্দু হাজির হন স্বাস্থ্য দফতরে পুনরায় অভিযোগ নিয়ে ।
এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধের পাশাপাশি তিনি অভিযোগ করেন নার্সিংহোম তাঁকে কিছুতেই চিকিৎসা সম্পর্কিত তথ্য দিচ্ছে না। হেলথ ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে মেডিক্লেম পাওয়ার জন্য তাঁর দরকার এই তথ্যগুলি ৷ কিন্তু সৌমেন্দু থানায় যান অভিযোগ জানাতে ৷ তাঁর অভিযোগ থানায় নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন ৷ উলটে ওই নার্সিংহোমের নাম শুনে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে তাঁর দাবি ।
তবে এরপরেও লড়াইয়ে থেমে থাকেননি সৌমেন্দুর । তিনি রাজ্য স্বাস্থ্য কমিশনের পাশাপাশি এবার জেলা স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ করেন লিখিতভাবে । রাজ্য স্বাস্থ্য কমিশন তাঁকে একটি নির্দেশিকা দেয় ৷ তাতে বলে, সৌমেন্দুর বাবার মৃত্যু এবং চিকিৎসা সংক্রান্ত অভিযোগ উপযুক্ত জায়গায় করতে । জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে দীর্ঘদিন কোনও উত্তর না পেয়ে তিনি এই অভিযোগ নিয়ে জেলাশাসকের কাছে যান ৷ এরপর জেলাশাসক তাঁর অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দিতে । কিন্তু সৌমেন্দুর অভিযোগ, এরপরেও দীর্ঘদিন কেটে গিয়েছে ৷ তিনি কোনও দিক দিয়ে কোনওরকম সাহায্য পাননি ৷ এমনকী তাঁকে মৃত্যু সংশাপত্র হিসেবে যে নথি দেওয়া হয়েছে সেটিও তাঁর বাবার মৃত্যুর এক মাস আগের । তাই পৌরসভা থেকে দালাল ধরে টাকার বিনিময়ে পেতে হয়েছে ডেথ সার্টিফিকেট (father death due to expired medicine) ।
আরও পড়ুন:নার্সিংহোমের দেওয়া মেয়াদোত্তীর্ণ ওষুধে মৃত্যু বাবার, সুবিচারের আশায় তিন বছর ধরে প্রশাসনের দুয়ারে ছেলে
অপরদিকে ভুল ডেথ সার্টিফিকেট-সহ মৃত্যুর সঠিক কারণের কাগজপত্র না পাওয়ায় মেডিক্ল্যাম আটকে যায় সৌমেন্দুর । পরবর্তীকালে নার্সিংহোম যথোপোযুক্ত কারণ দেখাতে না পারায় মেডিক্ল্যামও পাননি তিনি বলে দাবি তাঁর । পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দফতরের কাছে বিচার না পেয়ে অবশেষে ইটিভি ভারতের সঙ্গে যোগাযোগ করুন সৌমেন্দু । সমস্ত নথিপত্র-সহ সেই খবর প্রকাশিত হয় ইটিভি ভারতে (ETV Bharat Impac) ৷ এরপরেই অভিযোগ নিতে রাজি হল কোতোয়ালি থানা ৷ সৌমেন্দু তাঁর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছিন ইটিভি ভারতকে ৷
এদিন সৌমেন্দু বলেন, "এই লড়াই দীর্ঘদিনের । এই লড়াইয়ে যখন সবাই হাত ছেড়ে দিয়েছিল তখন ইটিভি এসে পাশে দাঁড়িয়ে ছিল । তাই ইটিভি ভারতকে ধন্যবাদ ৷ আমার ইচ্ছে ছিল বাবার মৃত্যুর জন্য দায়ী নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার । আর সেই মতো অভিযোগ নিতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন । দুর্দিনে দাঁড়িয়ে লড়াই করে আজ সাফল্য পেলাম । এবার চাইছি উপযুক্ত শাস্তি হোক নার্সিংহোম এবং ঘটনায় জড়িত পাঁচজন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টরের ।"