মেদিনীপুর, 8 নভেম্বর : পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা, মুড়াডাঙা, নন্দগাড়ি, কুঁয়াবনি গ্রাম ৷ গ্রামের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মেদিনীপুর নরেন্দ্র লাল খাঁ মহিলা কলেজ ও খড়্গপুর আইআইটির যৌথ উদ্যোগে শুরু হলো প্রশিক্ষণ। শালপাতার থালা-বাটি তৈরি এবং তার বাণিজ্যিকরণ ৷ সঙ্গে শালপাতার বাকি অংশ কিভাবে জৈব সারে পরিণত করা যায় তা নিয়ে চলছে প্রশিক্ষণ। গাছ না কেটে কীভাবে উদ্ভিজ সম্পদ ব্যবহার করা হবে, দেওয়া হচ্ছে তারও প্রশিক্ষণ। শিবির চলবে ৭ দিন ৷
এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (ভূমি-সংস্কার ) তুষার শৃঙলা, কলেজের অধ্যক্ষ জয়শ্রী লাহা, খড়্গপুর আইআইটি-র অধ্যাপক দেবাশিস সেনগুপ্ত প্রমুখ ৷ লকডাউনে কাজ হারিয়ে মেদিনীপুর সদর ব্লকের মুড়াডাঙা এবং আশেপাশের গ্রামের মানুষ জীবিকা-নির্বাহের তাগিদে শুরু করেছিল গাছ কাটা ৷ গাছের ডালপালা বিক্রি করে পেট চালানোর পাশাপাশি জ্বালানি হিসেবেও শুরু হয়েছিল সেগুলির ব্যবহার ৷ কিন্তু দিনের পর দিন তো আর অরণ্য ধ্বংস হতে দেওয়া যায় না ৷ তাই উদ্য়োগী হল খড়্গপুর আইআইটি ৷