পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলেজছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ 2 রাজমিস্ত্রির বিরুদ্ধে - murder

কলেজছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল 2 রাজমিস্ত্রির বিরুদ্ধে ৷ অভিযুক্তদের আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

murder
প্রতীকী ছবি

By

Published : May 4, 2021, 2:06 PM IST

পিংলা, 4 মে : এক কলেজছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুই রাজমিস্ত্রির বিরুদ্ধে ৷ গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার জামনা গ্রামে ৷ অভিযুক্ত দুই রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ ৷

মৃতার বাবা জানিয়েছেন, গতকাল আড়াইটে-তিনটে নাগাদ তিনি তাঁর স্ত্রী ও মেয়ে ভাত খেয়ে ওঠেন। এরপর তাঁর মেয়ে বাড়ির পেছনে থাকা কলে থালা-বাসন ধুতে গিয়েছিল । সেসময় তিনি সেখানে থাকলেও বাসন মাজার সাবান আনতে ঘরে ঢোকেন তিনি ৷ ফিরে গিয়ে দেখেন সেখানে তাঁর মেয়ে নেই ৷ এরপর তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য়রা ।

আরও পড়ুন- এবছরের মতো স্থগিত আইপিএল, জানিয়ে দিল বিসিসিআই

বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর ওই কলঘর থেকে কিছুটা দূরের একটি ঘর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিজনরা ৷ তাঁরা জানিয়েছেন, অর্ধনগ্ন অবস্থায় অন্তর্বাস গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল । সেই অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় । পরিজনদের অভিযোগ, ওই ঘরটি তৈরির কাজ করছিলেন দুই রাজমিস্ত্রি ৷ ধর্ষণ ও খুন করে তাঁরাই ঝুলিয়ে দিয়েছে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায় ৷ এদিকে ওই দুই রাজমিস্ত্রিকে আটক করার পাশাপাশি তাদের সঙ্গে থাকা আরও একজন মহিলা শ্রমিককেও আটক করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details